• সকাল ৭:০৮ মিনিট শুক্রবার
  • ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ঋতু : গ্রীষ্মকাল
  • ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে প্রাথমিকে অনলাইন বদলী আবেদনে অনিয়মের অভিযোগ জামপুরে ৪টি ওয়ার্ডের নেতাকর্মী নিয়ে বাবুল ওমরের নির্বাচনী প্রচারনা সভা সোনারগাঁয়ে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে নেতাকর্মী বেচা-কেনার হিড়িক সোনারগাঁয়ে নেতাকর্মী বেচা-কেনার হিড়িক সোনারগাঁয়ে করোনা যোদ্ধাকে ডাকাত আখ্যা দিয়ে হত্যার চেষ্টা সোনারগাঁয়ে যাত্রীবাহি বাসের ধাক্কায় অটোচালক নিহত সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত সোনারগাঁ জাদুঘরে ১৫ দিনব্যাপী বৈশাখী মেলা সোনারগাঁয়ে মোটর সাইকেলে বেড়ানোর কথা বলে শিশুকে ধর্ষণ ঈদে গরীবের ভাগ্যেও জুটছেনা ছাডি মাংস ঈদে গবীরের মাংসের বদলে ভরসা ছাডি মাংস সোনারগাঁ উপজেলা কেন্দ্রীয় মসজিদে ঈদের জামাতের সময় সুচি সৌদি আরবের সঙ্গে মিল রেখে সোনারগাঁয়ের বাংলা বাজারে ঈদের জামাত আদায় সোনারগাঁয়ে গরুর মাংস কিনতে না পেরে মুরগী কিনতেও নাজেহার গরীর মানুষ সোনারগাঁয়ে গরুর মাংস ব্যবসায়ীরা বেপরোয়া সোনারগাঁয়ে আলোর পথ সমাজ কল্যাণ সংস্থার খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ সোনারগাঁয়ে ইট ভাটায় হামলা গাড়ি ভাংচুর ও হামলায় আহত ৫। সোনারগাঁয়ে বেড়েছে গরুর মাংসের দাম সোনারগাঁয়ে সাংবাদিক ও সুধী জনের সন্মানে জাগো সোনারগাঁও২৪.কমের ইফতার সোনারগাঁ সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখকদের নতুন কমিটির অনুমোদন
সোনারগাঁয়ে ১৬ জনের নমুনা পরিক্ষার রির্পোটে ১৬ জনের রির্পোট নেগেটিভ

সোনারগাঁয়ে ১৬ জনের নমুনা পরিক্ষার রির্পোটে ১৬ জনের রির্পোট নেগেটিভ

Logo


নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলায় (৫ সেপ্টেম্বর) শনিবার ১৬ জনের নমুনা পরিক্ষার রির্পোটে ১৬ জনের নমুুুুুুুুুুুুুনা পরিক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।

বর্তমানে সোনারগাঁয়ে করোনা আক্রান্তের সংখ্যা ৫৫৪ জন। নতুন আরো ২ জন সুস্থ সহমোট সুস্থ হয়েছেন ৫০৭ জন, মোট মৃত্যবরণ করেছেন ২১ জন। বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন ২৭ জন।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার পলাশ কুমার সাহা শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার পলাশ কুমার সাহা জানান, আজ নতুন করে ১৬ জনের নমুনার রির্পোটে ১৬ জনের করোনা রিপোর্টই নেগেটিভ এসেছে। বর্তমানে সোনারগাঁয়ে করোনা আক্রান্তর সংখ্যা ৫৫৪ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫০৭ জন, মৃত্যুবরণ করছেন ২১ জন আর চিকিৎসা নিচ্ছেন ২৫ জন।

তিনি আরো জানান, এ পর্যন্ত সোনারগাঁ থেকে ২৪২৮ জনের নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য পাঠানো হয়। পরিক্ষা শেষে ৫৫৪ জনের করোনা রোগী সনাক্ত হয়। এদের মধ্যে ২১ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। এ পর্যন্ত ৫০৫ জন সুস্থ হয়েছেন।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে পাওয়া তথ্য নিম্নে দেয়া হল:

সর্বশেষ প্রাপ্ত ১৬ জনের ফলাফল অনুযায়ী ১৬ জনই COVID-19 নেগেটিভ এসেছে।

➖ নেগেটিভের তালিকাঃ

১. আব্দুল জলিল, ৪১ বছর
ইসলামপুর, পিরোজপুর।
২. মাহমুদা, ৩২ বছর
মদনপুর, বন্দর।
৩. মনির হোসেন, ৩৫ বছর
ফতেহপুর, সনমান্দী।
৪. শাহাদাৎ, ১৭ বছর
গঙ্গানগর, পিরোজপুর।
৫. শীষমহল, ৪৭ বছর
হাবিবপুর, মোগরাপাড়া।
৬. সাইফুল কাজী, ২১ বছর
নিউ টাউন, পিরোজপুর।
৭. রাজ্জাক, ২৮ বছর
চর ইসলামপুর, মুসাপুর, বন্দর।
৮. আবুল বাশার, ৬০ বছর
হরিগঞ্জ, বৈদ্যের বাজার।
৯. মনোয়ারা, ৫০ বছর
রহমতপুর, মোগরাপাড়া।
১০. মুক্তা সূত্রধর, ২৮ বছর
হোসেনপুর উপ-স্বাস্থ্য কেন্দ্র, শম্ভূপুরা।
১১. হাবিবা, ২৮ বছর
চান্দের কীর্তি, বৈদ্যের বাজার।
১২. মোসলেমা, ৫৫ বছর
গোয়ালদী, আমিনপুর।
১৩. আনাস, ২৩ বছর
মঙ্গলেরগাঁও, পিরোজপুর।
১৪. নিশিত সাহা, ৩০ বছর
গোহাট্টা, মোগরাপাড়া।
১৫. সুমন শিকদার, ২৯ বছর
গোহাট্টা, মোগরাপাড়া।
১৬. মোঃ মোস্তাফিজুর, ৩১ বছর
গোহাট্টা, মোগরাপাড়া।

*** কোভিড-১৯ এর জাতীয় গাইডলাইনের ৭ম সংস্করণ অনুযায়ী নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে নিম্নোক্ত ২ জন সুস্থতা লাভ করেছেনঃ-

১. তানিয়া, ২৮ বছর
সোনারগাঁ থানা, সোনারগাঁ।
২. অজিত কুমার চৌধুরী, ৫৫ বছর
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়, সোনারগাঁ।

সর্বমোট COVID-19 পজিটিভ রোগী- ৫৫৪ জন।
সর্বমোট COVID-19 জনিত মৃত্যু-২১ জন।
সর্বমোট সুস্থতা লাভ করেছেন- ৫০৭ জন।

সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন, মানবিক আচরণ করুন।


Logo

Website Design & Developed By MD Fahim Haque - Web Solution