নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: – সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মোগরাপাড়া এইচ জি জি এস স্মৃতি বিদ্যায়তনের ৯৩ ব্যাচের উদ্যোগে কম্বল বিতরন করা হয়েছে।
–
বুধবার ও বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিনে এ শীত বস্ত্র বিতরণ করা হয়। বৃহস্পতিবার রাতে অসহায় ও দুস্থদের বাড়ী বাড়ী গিয়ে কম্বল বিতরণ করা হয়েছে। পাশাপাশি মোগরাপাড়া এইচ জি জি এস স্মৃতি বিদ্যায়তনের পিয়ন, আয়া ও নৈশ প্রহরীদের মধ্যেও এ শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। মোগরাপাড়া এইচ জি জি এস স্মৃতি বিদ্যায়তনের ৯৩ ব্যাচের নিজস্ব অর্থায়নে এ কম্বল বিতরণ করা হয়েছে। কম্বল বিতরনে অংশ নেন চেয়ারম্যান মাসুম আহম্মেদ, মাসুম চৌধুরী, অধ্যাপক জুয়েল, রফিকুল ইসলাম, কাসার আহম্মেদ মুছা, ফিরোজ হোসেন, শহিদুল ইসলাম, মুকুট, বিপ্লব, তপন, দেলোয়ার, মাসুম বিল্লাহ, সাংবাদিক ফরিদ হোসেন, জাকির হোসেনসহ ৯৩ ব্যাচের অন্যান্য সদস্যরা।
হৃদয়ে-৯৮ এর সদস্য রবিউল হুসাইন জানান, মোগরাপাড়া এইচ জি জি এস স্মৃতি বিদ্যায়তনের ব্যাচ ভিত্তিক সংগঠন ৯৩ এর মাধ্যমে আমরা সমাজকল্যানমূলক নানা ধরনের কাজ করে আসছি। শীত বস্ত্র বিতরণ তারই অংশ। আমরা শতাধিক দুস্থ ও অসহায়ের মধ্যে গোপনে শীত বস্ত্র পৌঁছে দিয়েছি। অসহায়দের পাশে দাড়াঁনোই আমাদের মূখ্য উদ্দেশ্য নিজেদের আত্ম প্রচারনা নয়।
শীত বস্ত্র বিতরণে ৯৩ এর যেসব সদস্য আর্থিকভাবে সহায়তা প্রদান করেছেন তাদেরকে ধন্যবাদ জানান তিনি।
৯৩ ব্যাচের বন্ধু মাসুদ উল মতিন (আমেরিকা প্রবাসী), ফজলুর রহমান (সৌদিআরব প্রবাসী), সালাহউদ্দিন জুয়েল, মাসুম চেয়ারম্যান-ধামগড় ইউনিয়ন), সবদার হোসেন তপন, রফিকুল ইসলাম বাবু, ফিরোজ, কবির, শহীদুল, মুকুট, দেলোয়ার, জাকি, আমির (জাপান প্রবাসী), ফেরদৌস (জাপান প্রবাসী), ইমন (জাপান প্রবাসী), লিটন+ স্বপ্না, মাসুম বিল্লাহ, মফিজ (সৌদিআরব প্রবাসী) মুসা, রফিকুল ইসলাম, ফরিদ, মাসুম চৌধুরী, আনোয়ার তাদের অর্থায়নে গরিব ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়|