নিউজ সোনারগা৭২৪ডটকমঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আমদী দড়িকান্দি এলাকায় নিরীহ জনগণের চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে শনিবার বিক্ষোভ করেছেন ওই এলাকাবাসী। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন এলাকাবাসী।
এলাকাবাসী জানায়, উপজেলার সনমান্দী ইউনিয়নের আমদী দড়িকান্দি গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে এটিএম শাহাজাদা ওরফে শাহু এলাকার নিরীহ মানুষের জমির উপর দিয়ে চলাচলের রাস্তাটি তার বাড়ি পর্যন্ত নির্মাণ করে আসার পর সেই রাস্তার কাজ বন্ধ করে দেয়। এতে আশেপাশের মসজিদের মুসল্লি সহ আশপাশের এলাকার কয়েক হাজার লোকজনের চলাচলের অসুবিধা সৃষ্টি হচ্ছে। এলাকাবাসী বার বার অনুরোধ করা সত্বেও সে রাস্তাটির কাজ সম্পূর্ণ করতে দিচ্ছে না বরং রাস্তাটিতে বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে। ফলে ওই এলাকার আশেপাশের প্লোট্রি ফার্মের খাবার সরবরাহে সহ অসুস্থ্য মানুষের যাতায়াতের সমস্যা হচ্ছে।
আমদী গ্রামের জহির মিয়া জানায়, আমাদের এলাকার মুসল্লি সহ আশে পাশের লোকজন এ রাস্তাটি দিয়ে দীর্ঘদিন যাবত আসা যাওয়া করে আসছে। সম্প্রতি শাহু ও তার ভাড়াটিয়া লোকজন এ রাস্তাটি বাঁশের বেড়া দিয়ে মানুষের চলাচলের ব্যাঘাত ঘটাচ্ছে। আমরা এর ন্যায় বিচার চাই।
একই গ্রামের নজরুল ইসলাম, মজিবুর রহমান, ওমর মিয়া সহ সকলেই জানায়, শাহু তার বাড়িতে প্রায় সময়ই বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে মাদক ও অসামাজিক কার্যকলাপ চালায়। এরূপ কার্যকলাপ চালানোর জন্য তার বাড়িটি যাতে নিরিবিলি থাকে তার জন্য সে এই রাস্তাটি বন্ধ করে মানুষের চলাচলে সমস্যার সৃষ্টি করছে। আমরা প্রতিবাদ করতে গেলে শাহু আমাদের প্রাণ নাশের ভয়ভীতি সহ মিথ্যা মামলায় জড়িয়ে দিবে বলে হুমকি প্রদান করছে।
১নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর শাহ জালাল জানান, সনমান্দি ইউনিয়নের আমদী দড়িকান্দি এলাকার জনগণ এ রাস্তাটি দিয়ে আমাদের পৌরসভায় প্রবেশ করে উপজেলার বিভিন্ন দপ্তরে কাজ-কর্ম করতে যান। সম্প্রতি শাহজাদা ওরফে শাহু নামের এক লোক তার অসামাজিক কার্যকলাপ ঢাকার জন্য চলাচলের রাস্তাটি বন্ধ করার পায়তারা করছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন জানানো হয়েছে।
শাহজাদা ওরফে শাহুর সাথে যোগাযোগ করা হলে সে জানায়, আমি আমার জায়গার উপর বাঁশের বেড়া দিয়েছি। এতে করে জনগণ চলাফেলার সমস্যা হলে আমার কিছু করার নাই। তবে আমি কাউকে হুমকি প্রদান করিনি এবং আমার বাড়িতে কোন অসামাজিক কার্যকলাপও চলে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার জানান, জনগণের চলাচলের রাস্তা বন্ধ করার বিষয়ে লিখিত অভিযোগ পেলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।