• রাত ১২:৪১ মিনিট মঙ্গলবার
  • ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  • ঋতু : শরৎকাল
  • ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁও পৌরসভা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষনা ১০ বছরে আমি কাউকে মিথ্যা আশ্বাস দেইনি. এমপি খোকা সেই ‘শতভাগ ফিট’ প্রসঙ্গ টেনে কাকে খোঁচা দিলেন তামিম সোনারগাঁয়ে হামলা ও ভাংচুরের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেপ্তার-৩ মোবাইল চুরির মামলায় সোনারগাঁও পৌরসভা ছাত্রলীগের সভাপতি- সাধারণ সম্পাদক গ্রেপ্তার অন্ডোকেষে আঘাতে স্বামীর মৃত্যুর ঘটনায় দ্বিতীয় স্ত্রী কারাগারে সোনারগাঁয়ে স্বামীর অন্ডকোষে স্ত্রী আঘাত: স্বামীর মৃত্যু সোনারগাঁয়ে ৪ দোকানীকে ভ্রাম্যমান আদালতের জরিমানা সোনারগাঁয়ে তিন হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন সোনারগাঁয়ে পিতা-পুত্রকে কুপিয়ে জখম সোনারগাঁয়ে স্থানীয় সরকার দিবসে শোভাযাত্রা ও উন্নয়ন মেলা সোনারগাঁয়ে কাঠ বোঝাই ট্রাক থেকে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার পিরোজপুরে স্থানীয় সরকার দিবস পালন সোনারগাঁয়ে অটোর ধাক্কায় শিশু নিহত কারাবন্দি আলেমদের মুক্তি চেয়ে জামায়াতের মানববন্ধন মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে: মুক্তি চেয়ে গৃহিণীর আহাজারি অতি কথনে বিষ ছড়াচ্ছে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগে সোনারগাঁয়ে দুই মোবাইল দোকানে দুর্ধষ চুরি সোনারগাঁয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার দুই সাংবাদিক আকতার হাবিবের পিতার স্বরণে দোয়া ও মিলাদ মাহফিল
সোনারগাঁয়ে সরকারি স্কুলের জমি ব্যক্তি মালিকানা জমির সাথে রদবদল!

সোনারগাঁয়ে সরকারি স্কুলের জমি ব্যক্তি মালিকানা জমির সাথে রদবদল!

Logo


নিউজ সোনারগাঁ টোয়েন্টিফোর ডটকম : সোনারগাঁ উপজেলায় শম্ভুপুরা ইউনিয়নের রামগোবিন্দেরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় পঞ্চায়েত ও প্রধান শিক্ষকের সিদ্ধান্তে সরকারি স্কুলের জমি ব্যক্তি মালিকানার জমির সাথে  রদবদলের অভিযোগ উঠেছে।

সিদ্ধান্ত অনুযায়ি ওই বিদ্যালয়ের পার্শ্ববর্তী জমির মালিক মফিজ সরকার নামে এক ব্যক্তি বিদ্যালয়ের এক শতাংশ ষোল পয়েন্ট জমি নিজের দখলে নিয়ে অন্যদিক দিয়ে সমপরিমান জমি বিদ্যালয়ের নামে প্রধান শিক্ষককে বুঝিয়ে দেন। সরকারি জমি এভাবে রদ বদল করা নিয়ে স্থানীয়দের মাঝে বির্তকের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কিছুই অবগত নন বলে জানান।

সরেজমিন গতকাল মঙ্গলবার ঘটনাস্থলে গিয়ে জানা যায়, সম্প্রতি রামগোবিন্দেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারদিকে বাউন্ডারির কাজ শুরু করা হয়েছে। বিদ্যালয়ের সীমানা ঘেঁষা রাস্তার পাশে মফিজ সরকার এক শতাংশ ষোল পয়েন্ট জমি নিজের দখলে নিয়ে নেন এবং অন্য পাশে সমপরিমান জমি বুঝিয়ে দেন। এনিয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরীনা আক্তার এর উপস্থিতিতে গত ২৮মে বিদ্যালয়ে পঞ্চায়েত কমিটির সভা হয়।

সভায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি বজলুর রহমানসহ সাবেক ইউপি সদস্য আলী আহমেদ, আলাউদ্দিন প্রধান, নুর মোহাম্মদ, বাবুল, মফিজ উদ্দিন ও সার্বেয়ার আবুল কালামসহ স্থানীয় গনমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভার সিদ্ধান্ত অনুযায়ি মফিজ সরকারকে  বিদ্যালয়ের এক শতাংশ ষোল পয়েন্ট জমি দিয়ে দেয়া হবে। বিনিময়ে তিনি সমপরিমান জমি স্কুলকে দিয়ে দিবেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, রাস্তার পাশের এ জমি মূল্যবান হওয়ায় মফিজ সরকার স্কুলের এ জমি নিজ দখলে নিয়েছেন। তবে এলাকাবাসীর চাপের মুখে অন্যত্র দিয়ে  তিনি সমপরিমান জমি স্কুলকে বুঝিয়ে দেওয়ার সম্মতি দিয়েছেন।

এব্যাপারে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিনা আক্তার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যালয়ের পার্শ্ববর্তী জমির মালিক মফিজ সরকার তার সুবিধার জন্য স্কুলের এক শতাংশ ষোল পয়েন্ট জমি নিজ দখলে নিয়ে সমপরিমান জমি অন্য পাশ দিয়ে স্কুলকে দিয়ে দিবেন। তবে সরকারি জমি এভাবে রদবদল করা ঠিক হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি এলাকার মেয়ে ও গৃহবধূ হওয়ার মুরুব্বিদের চাপে পড়ে তাদের সিদ্ধান্তের বাইরে কিছুই বলতে পারছি না।

পঞ্চায়েত কমিটির সদস্য সাবেক ইউপি সদস্য আলী আহমেদ জানান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি বজলুর রহমানের উপস্থিতিতে খসরা আলোচনা হয়েছে। তাতে বলা হয়েছে মফিজ সরকারকে স্কুলের এক শতাংশ ষোল পয়েন্ট জমি দিয়ে দেয়া হবে। বিনিময়ে তিনি সমপরিমান জমি স্কুলকে বুঝিয়ে দিবেন। তবে এ নিয়ে কোন লিখিত দলিল হয়নি।

দখলকারী মফিজ সরকার জানান, আমার জমিটি কিছুটা বাঁকা হওয়ায় এটি সোজা করার জন্য এলাকার পঞ্চায়েত কমিটিকে অবগত করেছি। তাদের সিদ্ধান্ত অনুয়ায়ী আমাকে এক শতাংশ ষোল পয়েন্ট জমি দেয়া হয়েছে বিনিময়ে আমি অন্য জায়গা দিয়ে সম পরিমান জমি স্কুলকে দিয়ে দিব বলে সিদ্ধান্ত হয়েছে। তবে জমি রদ বদলের কোন লিখিত দলিল হয়নি।

পঞ্চায়েতের সভায় উপস্থিত থাকা সার্ভেয়ার আবুল কালাম এর সাথে যোগাযোগ করা হলে তিনিও সত্যতা স্বীকার করেছেন।

সোনারগাঁ উপজেলা শিক্ষা কর্মকর্তা দৌলতর রহমান জানান, সরকারী স্কুলের জমি এভাবে রদ বদলের কোন সুযোগ নেই। যদি ওই স্কুলে কেউ এমন কিছু করে থাকে তবে এ ব্যাপারে আইন অনুয়ায়ী ব্যবস্থা নেয়া হবে।


Logo

Website Design & Developed By MD Fahim Haque - Web Solution