সোনারগাঁয়ে শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় মামলা
- আপডেট টাইম : শুক্রবার, আগস্ট ১৮, ২০২৩
নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের বরগাঁও পুকুরপাড় এলাকায় ১১ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তিনদিন পর ওই কিশোরীর মা মোসাঃ ছালমা বাদি হয়ে শুক্রবার বিকেলে এ মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত আক্তার হোসেন পলাতক রয়েছে।

পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ আহসান উল্লাহ।
সোনারগাঁ থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ আহসান উল্লাহ জানান, কিশোরী ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা গ্রহন করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। আশা করি দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার সম্ভব হবে।