• রাত ১১:৫৭ মিনিট বৃহস্পতিবার
  • ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
  • ঋতু : হেমন্তকাল
  • ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
এই মাত্র পাওয়া খবর :
বন্দরে মিশুক চালক জাকির নিখোঁজ বন্দরে ৫ম শ্রেনীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা সোনারগাঁয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় ছেলে নিহত, বাবাসহ আরেক ছেলে আহত সোনারগাঁয়ে ৯ দিন ধরে স্কুল ছাত্র নিখোঁজ বন্দরে প্রবাসীকে কুপিয়ে জখম করেছে কিশোর গ্যাং এর সন্ত্রাসীরা সোনারগাঁয়ের ১১ জনের মনোনয়ন বৈধ ২ জন বাতিল হলফনামায় কায়সার ও লিয়াকত হোসেন খোকা যত সম্পদ দেখিয়েছেন হলফনামায় কায়সার ও লিয়াকত হোসেন খোকা যত সম্পদ দেখিয়েছেন আয় কমেছে এমপি খোকার ও তার স্ত্রীর বন্দরে চুরি করতে গিয়ে অগ্নিদগ্ধ যুবকের ৭ দিন পর মৃত্যু বন্দরে চুরি করতে গিয়ে অগ্নিদগ্ধ যুবকেন ৭ দিন পর মৃত্যু নদীতে ডুবে যাওয়ার ২১ ঘন্টা পর শিশু রিয়াদের লাশ উদ্ধার বন্দরে কিশোর সন্ত্রাসীদের হামলায় মাদ্রাসার নাইটগার্ড আহত ২৪০ দিনে কুরআনে হাফেজ হলেন খালিদ সাইফুল্লাহ রিদওয়াদ আওয়ামীলীগ নেতা আব্দুল হাই ভুঁইয়া মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল তৃণমুল বিএনপিতে যোগদানের মাধ্যমে রাজনীতিতে নাম লেখালের এডভোকেট রোকন সোনারগাঁয়ে ১২ বছরের মাদরাসা শিক্ষার্থী নিখোঁজ সোনারগাঁয়ে বড় ভুমিকম্প মনোনয়ন জমা শেষে চুপচাপ প্রার্থী ও নেতাকর্মীরা কাঁচপুর ব্রিজের ঢালে নাফ বাস উল্টে আহত ১০, তীব্র যানজট
পুলিশের সহায়তায় ছিনতাই হওয়া বাইকটি ফিরে পেল শাহানাজ

পুলিশের সহায়তায় ছিনতাই হওয়া বাইকটি ফিরে পেল শাহানাজ

Logo


বাইক হারানোর ১৪ ঘন্টা পর সেটি ফেরত পেলেও এক মিনিটের জন্য হেলমেটটি মাথা থেকে খোলেননি জীবিকা হিসেবে অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং বেছে নেওয়া শাহনাজ আক্তার পুতুল।

শাহনাজ বলেন, আমি হেলমেট পড়ে থাকলে মনে হয় আমার সঙ্গে বাইক আছে, আসলে ছিনতাইকারী বাইক না আমার রিযিক নিয়ে গিয়েছিল।

বুধবার দুপুরে তেজগাঁও পুলিশের বিভাগীয় উপ কমিশনারের অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শাহনাজ বলেন, আমার দুই ছেলেমেয়েকে সকাল হলেই টিফিন বাবদ ১০০ টাকা দিতে হয়, আমি দিন আনি দিন খাই। ছিনতাইকারী জনি আমার রিযিকটাই নিয়ে গিয়েছিল।

‘বাইক হারানোর পর আমি দিশেহারা হয়ে গিয়েছিলাম, সবাই আমাকে বলেছে এই বাইক আর ফিরে পাওয়া যাবে না, পুলিশ বাইক খুঁজে দিতে দিতে বাইক বিক্রি করা হয়ে যাবে। বাসায় মা বকেছে কেন অপরিচিত মানুষকে বাইক দিলাম।’

পুলিশ ও গণমাধ্যমকর্মীদের কৃতজ্ঞতা জানিয়ে শাহনাজ বলেন, সত্যি আমি পুলিশ ও সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞ, আপনারা আমার রিযিক ফিরিয়ে দিয়েছেন। পুলিশ চাইলে সব পারে, আমি অভিভূত যে এক রাতের মধ্যেই পুলিশ আমার বাইক ফিরিয়ে দিয়েছে।

শাহনাজ বলেন, বাইক হারানোর পর অনেকেই আমাকে নতুন বাইক দিতে চেয়েছেন, কিন্তু আমার কারো কাছে হাত পাতার স্বভাব নেই। এটা আমার অহংকার না এটা আমার নীতি।

আমাকে পারলে বাইক চালানো সম্পর্কিত কোন স্থায়ী কাজ দেন, যেটা করে আমি আমার সন্তানদের পর্যাপ্ত সময় দিয়ে লালন পালন করতে পারি। সন্তানদের সময় না দিয়ে আমি টাকা আয় করতে চাই না।

সংবাদ সম্মেলনে তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার বলেন, আমাদের কাছে বিষয়টি আমলে আসার পর থেকেই আমরা গুরুত্ব দিয়ে কাজ চালিয়ে যাই। আমরা তথ্যপ্রযুক্তির মাধ্যমে জনির বোনের ঠিকানায় যাই, সেখান থেকে বেশ কিছু তথ্য পাই, পরে নারায়নগঞ্জের ফতুল্লার রঘুনাতপুরের বাসায় জনি (জোবায়দুল ইসলাম জনি) থাকতে পারে। পরে ঢাকা থেকে তেজগাঁও বিভাগের সিনিয়র সহকারি পুলিশ কমিশনার (এসি) আবু তৈয়ব মোহাম্মদ আরিফের নেতৃত্বে শের এ বাংলা নগর থানার ওসি (অপারেশন) আহাদসহ একটা ফোর্স ওই এলাকায় যায়। রঘুনাতপুরের এলাকাবাসী আর আমাদের কিছু প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাইকসহ জনিকে রাত সাড়ে তিনটার দিকে গ্রেপ্তার করা হয়।

আসামি জনি সম্পর্কে জানতে চাইতে বিপ্লব কুমার সরকার বলেন, জনির উদ্দেশ্য ছিল শাহনাজের বিশ্বাসকে পুঁজি করে প্রতারণা করে বাইক চুরি করা। তবে জনি আরো কোনো বাইক চুরির সঙ্গে সম্পৃক্ত কিনা সেটা রিমান্ডে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে তা জানা যাবে। আমরা আদালতের কাছে আজ রিমান্ড চাইব।

সংবাদ সম্মলনের শেষে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের পক্ষ থেকে শাহনাজকে আর্থিক সহায়তা করা হয়। সবশেষে শাহনাজকে তার বাইকের চাবি হাতে তুলে দেন বিপ্লব কুমার সরকার। শাহনাজ মাতৃস্নেহে বাইকটি জড়িয়ে ধরে বীরদর্পে বাইক চালিয়ে উপ-কমিশনারের অফিস ছেড়ে যান।তথ্যসুত্র চ্যানেল আই


Logo

Website Design & Developed By MD Fahim Haque - Web Solution