নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের আমলাপাড়া এলাকায় করোনার উপসর্গে বোন ও ভাইয়ের মৃত্যুর পর এবার একই ঘরের ভাতিজি করোনার উপসর্গে মারা গেছেন।
শুক্রবার (২৪ এপ্রিল) ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে তার মৃত্যু হয়। যদিও ডাক্তারদের পক্ষ থেকে জানানো হয়েছে এটি নিওমোনিয়া তবে পরিবারের ধারণা করোনায় আক্রান্ত হয়েই তারা মারা যাচ্ছেন।
তিনজন মারা গেলেও পরিবার মৃত কিংবা জীবিত কারোই নমুনা সংগ্রহ করা হয়নি।
স্থানীয় কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ জানান, এর আগে করোনা ভাইরাসের (কোভিড-১৯) উপসর্গে প্রথম বোন মারা গেলে আমরা জানাজা ও দাফন করি। পরে নারায়ণগঞ্জ করোনা হাসপাতালে মারা যান তার ভাই। আজ ঢাকায় মারা গেছে একই বাড়িতে বসবাস করা তাদের ভাতিজি। এ অবস্থায় পরিবারটি করোনা আতংকে রয়েছে।