নিউজ সোনারগাঁ২৪ডটকমঃ নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) হারুন অর রশীদ বলেছেন, একসময়ে ‘প্রাচ্যের ডান্ডি’ ছিল নারায়ণগঞ্জ। এ জেলাকে দিয়ে বাংলাদেশকে পরিচিত করা হতো। সেই জেলার ঐতিহ্য কোনোভাবে ভুলুন্ঠিত করতে দেওয়া যাবে না। তাই দেশের অগ্রযাত্রাতে সমুন্নত রাখতে হলে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজদের রুখতে হবে। তাদের থামাতে হবে। তাদের কোনোভাবে প্রশ্রয় দেওয়া যাবে না।
শনিবার (২৯ জুন) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ স্টেডিয়ামে সংসদ সদস্য (এমপি) লিয়াকত হোসেন খোকার উদ্যোগে এবং সোনারগাঁ উপজেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে প্রীতি ফুটবল ম্যাচে পুলিশ সুপার এসব কথা বলেন।
তিনি বলেন, মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে জনগণকে উৎসাহিত করতে আজকের এ ফুটবল ম্যাচ আয়োজন করায় আমি ধন্যবাদ জানাচ্ছি। কারণ আমরা জানি, এমপিরা কোনো মাদক, সন্ত্রাস, চাঁদাবাজকে প্রশ্রয় দেয় না। আর পুলিশও দেবে না। ধীরে ধীরে এ ফুটবল ম্যাচ সব উপজেলাতেই হবে। জনগণকে সোচ্চার করা হবে। সব উপজেলাতেই আমার নজর আছে। তালিকা করা আছে। সামনে আরো কঠোর অভিযান হবে।