নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৬ হাজার ৫শত ইয়াবাসহ কামাল উদ্দিন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ।
আজ (১৯ সেপ্টেম্বর) সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাঢ়িয়ার চর এলাকা থেকে একটি কাঠ বোঝাই ট্রাক থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে।
আটককৃত মাদক কারবারী কামাল উদ্দিন কক্সবাজার জেলার উখিয়া থানার রাজাপাল গ্রামের মোজাহার মিয়ার ছেলে।
সোনারগাঁ থানার ওসি (তদন্ত) আহসানউল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে কক্সবাজার থেকে ঢাকাগামী একটি কাঠ বোঝাই ট্রাক আটক করা হয়। এ সময় আটককৃত ট্রাকে অভিযান চালিয়ে ট্রাক চালকের স্বীকারোক্তিতে ট্রাকের উপর কাঠের নিচ থেকে একটি কালো পলিথিনের ভেতর থেকে ১৬ হাজার ৫শত ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবা উদ্ধারের ঘটনায় সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হযেছে।