নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নাশকতার মামল্য় সোনারগাঁয়ে তিন জামায়েত নেতাকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ। গতকাল বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো সোনারগাঁ উপজেলা জামায়েতের আমির মাওলানা ঈসহাক, জামায়েতের সদস্য শাহজাহান (৫০) আরেক সদস্য তোফাজ্জল হোসেন (৪০)।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আহসান উল্লাহ জানান, গত কয়েক দিন আগে কাঁচপুরে পথযাত্রার নামের বিএনপি ও জামায়েতের নেতারা পুলিশের উপর অর্তকিত হামলা চালায়। সে সময় পুলিশ ও সাংবাদিকসহ ৩০ জনের অধিক লোক আহত হয়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে তিনটি পৃথক মামলা দায়ের করে। সেই মামলায় এজাহারভুক্ত আসামী উপজেলা জামায়েতের আমিরসহ ৩ জামায়েত নেতাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।