নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: মাদক বিরোধী অভিযান চালিয়ে সোনারগাঁয়ে ৩০ কেজি গাঁজাসহ সুমন (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি সিলভার রংয়ের প্রাইভেটকার জব্দ করা হয়। বুধবার ভোর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাড়িয়ার চর এলাকার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি হলেন, মাদারীপুর জেলার কালকিনি উপজেলার কাশিমপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে সুমন।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম সুমন জানান, ভোর ৪টার দিকে আষাড়িয়ার চর এলাকার সামনে থেকে ৩০ কেজি গাজাঁসহ এক মাদক কারবারিকে আটক করে এবং একটি সিলভার রংয়ের প্রাইভেটকার জব্দ করা হয়। পরে মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়।