নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩৫৫০ পিছ ইয়াবাসহ মাসুদ পারভেজ নামের এক মাদক কারবারীকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ
সোনারগাঁ থানার এসআই পংকজ কান্তি সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় একটি মোটক সাইকেল আরোহীকে আটক করা হয়। এসময় তার মোটর বাইকটি তল্লাসী করে ৩৫৫০টি ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তিকে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে নারায়ণগঞ্জ জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।