• রাত ৯:৪৪ মিনিট শুক্রবার
  • ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
  • ঋতু : গ্রীষ্মকাল
  • ২রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
এই মাত্র পাওয়া খবর :
বিএনপির উদ্যোগে কুরআন পাঠ, আলোচনা সভা ও দোয়া মাহফিল সোনারগাঁয়ে ১০ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন বারদী আশ্রমে আশপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ দেড় কোটি টাকার ইয়াবাসহ আটক ৪ সোনারগাঁয়ে অভিনব কায়দায় মিশুক চুরি সোনারগাঁ উপজেলা- থানা সড়কের নির্মান কাজ পরিদর্শনে এমপি খোকা সোনারগাঁ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত সোনারগাঁয়ে ২০ কেজি গাঁজাসহ আটক ১ সোনারগাঁয়ে ভুয়া ডিগ্রীধারী চিকিৎসককে ১ বছরের কারাদন্ড অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও বকেয়া বিল আদায়ে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন তিনদিন ধরে তাহিন মিয়া নিখোঁজ সাদিপুর ইউনিয়ন জাতীয়পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন ছোট ভাই হত্যার রায় ঘোষনার ২৪ ঘন্টা না পেরুতেই ছোট ভাই গ্রেপ্তার সোনারগাঁওয়ে ভারত বাংলাদেশ সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত মাদরাসার তালা ভেঙে লেনদেনের ভিডিও ফুটেজ নষ্ট করার চেষ্টা মাদরাসার তালা ভেঙে লেনদেনের ভিডিও ফুটেজ নষ্ট করার চেষ্টা উন্নয়নের বার্তা প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে, এমপি খোকা সোনারগাঁয়ের মানব পাচার মামলার পলাতক আসামী গ্রেপ্তার ৮দিন পর নিখোঁজ বৃদ্ধের অর্ধ গলিত লাশ উদ্ধার পেরাব স:প্রা: বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ
সোনারগাঁও জাদুঘরে প্রবেশ-বাহিরে শর্ত আরোপ, দর্শনার্থীদের ক্ষোভ

সোনারগাঁও জাদুঘরে প্রবেশ-বাহিরে শর্ত আরোপ, দর্শনার্থীদের ক্ষোভ

Logo


নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (সোনারগাঁও জাদুঘরে) ঘুরতে আসা দর্শনাথীদের প্রবেশ ও বাহির হওয়ার ব্যাপারে নতুন শর্ত আরোপ করেছেন জাদুঘর কর্তৃপক্ষ। প্রবেশ ও বাহিরে হঠাৎ বিশেষ শর্ত আরোপে ক্ষুদ্ধ হয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আশা দর্শনার্থীরা। এ নিয়ে দর্শনাথীদের সাথে প্রতি দিনই কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটছে নিরাপত্তা কর্মীদের সাথে।

স্থানীয়রা জানান, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডনে প্রবেশ করতে জাদুঘর কর্তৃপক্ষ জনপ্রতি ৫০ টাকা টিকেট ফি রাখেন এবং জাদুঘরের দুটি গেইটেই টিকেট দিতেন এবং দুটি গেইট দিয়েই প্রবেশ করতে ও বাহির হতে দিতেন। গত কয়েকদিন ধরে জাদুঘর কর্তৃপক্ষ সেই বাহির ও প্রবেশের ক্ষেত্রে কিছু শর্ত জুড়ে দিয়েছেন। তারা নিরাপত্তা কর্মীদের নির্দেশ দিয়েছেন জাদুঘরের ১নং গেইট অথাৎ মেইন গেইট দিয়ে প্রবেশ করতে হবে এবং ২নং গেইট দিয়ে বাহির হতে হবে যা জাদুঘর প্রতিষ্ঠার পর থেকে এরকম নিয়ম ছিলো না। হঠাৎ করে এমন শর্ত জুড়ে দেয়ার কারণে বিপাকে পড়েছেন দর্শনাথীরা। তারা জানান, জাদুঘর ১নং গেইটের সাথে রয়েছে কার পাকিং সে জন্য তারা আগে প্রথম গেইট দিয়েই প্রবেশ করতেন এবং এই গেইট ব্যবহার করেই বের হতে কিংবা ইচ্ছামতো অন্য গেইট দিয়েও বের হতেন এখন কর্তৃপক্ষের নির্দেশের কারণে প্রথম গেইট দিয়ে তারা বের হতে পাচ্ছেন না ফলে ২য় গেইট দিয়ে বের হয়ে রিক্সা করে প্রথম গেইটে আসতে হয় এতে করে দর্শনাথীদের অর্থ ও সময় দুটিই ব্যয় হচ্ছে।

জাদুঘরে ঘুরতে আসা দর্শনার্থী পিয়াল জানান, তারা ঈদের ছুটিতে জাদুঘরে স্বপরিবার নিয়ে ঘুরতে আসেছেন। তারা প্রথম গেইটের সাথে গাড়ি পাকিং করে ভেতরে প্রবেশ করেছেন। জাদুঘরে ঘুরে তারা প্রথম গেইট ব্যবহার করে বাহির হয়ে গাড়িতে উঠবেন কিন্তু গেইটে আসার পথে আনসার সদস্যরা তাদের পথরোধ করে বাহির হওয়ার জন্য ২য় গেইট ব্যবহার করার জন্য অনুরোধ করছেন। কিন্তু ২য় গেইট যেতে হয়ে অনেক পথ হাটতে হবে। ছোট ছেলে মেয়ে নিয়ে এতো পথ পারি দিয়ে ২নং গেইটে যেতে হবে সেখান থেকে বাহির হয়ে আবার মুল গেইটে গাড়িতে আসতে হবে এতে করে তার সময় পরিশ্রম ও অতিরিক্ত অর্থ সবই নস্ট হবে। তারা আনসার সদস্যদের অনেক অনুরোধ করেছেন মুল গেইট দিয়ে বাহির হতে দিয়ে কিন্তু তারা দেননি। তিনি বলেন, বাংলাদেশে এমন কোন বিনোদন কেন্দ্র নেই যেখানে কার পাকিংয়ে সাথের গেইট ব্যবহার করতে দেয়না কর্তৃপক্ষ।

স্থানীয় বাসিন্দা রব মিয়া জানান, জাদুঘর প্রতিষ্টার পর থেকে এ রকম মনগড়া নিয়ম কখনো দেখেননি। নতুন পরিচালক এসে নতুন নতুন নিয়ম কানুন চালু করেছেন। প্রবেশ ও বাহিরের নতুন নিয়মের কারণে প্রতিদিনই নিরাপত্তা কর্মীদের সাথে দর্শনার্থীদের বাক বিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটছে। যা দর্শনাথীদের জন্য বিলম্বনার কারন। এ রকম মনগড়া বিধি নিষেধের কারণে দর্শনাথীরা মনক্ষুন্ন হচ্ছেন। যার প্রভাবে জাদুঘরে আসা দর্শনার্থীর সংখ্যা ধীরে ধীরে কমতে থাকবে।

এ ব্যাপারো জাদুঘর কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করলে তার নতুন নিয়মের ব্যাপারে মুখ মুলতে রাজি নন।


Logo

Website Design & Developed By MD Fahim Haque - Web Solution