নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁও পৌরসভায় পানিতে পড়ে সৌরভ নামের চার বছরের শিশুর মৃত্যু হয়েছে।
আজ শনিবার সকাল ১২ টার দিকে পৌর এলাকার চিলারবাগ গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় সৌরভের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
জানাগেছে, শনিবার দুপুর ১২টার দিকে চিলারবাগ গ্রামের মো: শরীফের বড় ছেলে সৌরভ তার ছোট ভাইকে নিয়ে তাদের বাড়ীর পার্শ্ববর্তী একটি পুকুরের ধারে খেলা করছিল। খেলার ছলে সৌরভ হঠাৎ পানিতে পড়ে গেলে তার ছোট ভাই ভয়ে বাড়িতে চলে যায়। কিন্তু সৌরভ পানিতে পড়ে গেছে সে তার মাকে সে বলতে পারিনি। কিছুক্ষন পর সৌরভের স্বজনরা সৌরভের সন্ধান করলে ছোট ভাই জানান সে পানিতে পড়ে গেছে। পরে তার স্বজনরা পানির নিচ থেকে সৌরভকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ ঘটনায় তার পরিবারে শোকের ছায়া নেমে আসে।