• বিকাল ৫:১৭ মিনিট শনিবার
  • ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  • ঋতু : শরৎকাল
  • ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে স্বামীর অন্ডকোষে স্ত্রী আঘাত: স্বামীর মৃত্যু সোনারগাঁয়ে ৪ দোকানীকে ভ্রাম্যমান আদালতের জরিমানা সোনারগাঁয়ে তিন হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন সোনারগাঁয়ে পিতা-পুত্রকে কুপিয়ে জখম সোনারগাঁয়ে স্থানীয় সরকার দিবসে শোভাযাত্রা ও উন্নয়ন মেলা সোনারগাঁয়ে কাঠ বোঝাই ট্রাক থেকে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার পিরোজপুরে স্থানীয় সরকার দিবস পালন সোনারগাঁয়ে অটোর ধাক্কায় শিশু নিহত কারাবন্দি আলেমদের মুক্তি চেয়ে জামায়াতের মানববন্ধন মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে: মুক্তি চেয়ে গৃহিণীর আহাজারি অতি কথনে বিষ ছড়াচ্ছে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগে সোনারগাঁয়ে দুই মোবাইল দোকানে দুর্ধষ চুরি সোনারগাঁয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার দুই সাংবাদিক আকতার হাবিবের পিতার স্বরণে দোয়া ও মিলাদ মাহফিল কালো তালিকাভুক্ত হলো মোগরাপাড়া সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ১৬ সেপ্টেম্বর সমাবেশকে সফল করতে প্রস্তুতি সভায় শামীম ওসমান সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৬ বছর পূর্তি পালিত সোনারগাঁয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত সোনারগাঁয়ে স্বামীর মোটর সাইকেলের চাকায় ওড়না পেচিয়ে গৃহবধূর মৃত্যু সোনারগাঁয়ে ব্লক বাটিক এন্ড স্ক্রীন প্রিন্ট প্রশিক্ষণ উদ্বোধন
উদ্যোক্তা তন্বীর সফলতার গল্প

উদ্যোক্তা তন্বীর সফলতার গল্প

Logo


মাহিন ইসলাম তন্বীর স্বপ্নের উদ্যোগের নাম ‘ইমরোজ’। অনলাইনে কার্যক্রম শুরু করলেও বর্তমানে তার দোকান আছে বসুন্ধরা শপিং মলে। পরিবারে মা, বাবা আর ছোটবোন। এই ছোট পরিবারের বড় মেয়ে তন্বী। যার জন্য ছোটবেলা থেকেই তার পরিবারের চিন্তা-ভাবনা ভিন্ন ছিল।

তন্বীই বললেন স্বপ্নযাত্রার প্রথম দিনগুলোর কথা, ‘ছোটবেলা থেকেই লেখাপড়ার প্রতি আগ্রহ অনেক বেশি ছিল। সবাই ভাবত, হয়তো ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবো। কিন্তু ভাগ্যক্রমে পড়তে হলো কমার্স নিয়ে। যে কারণে সবাই এখন ভাবতে লাগল, একজন নামকরা ব্যাংকার হবো। আমিও মনে মনে ভাবতাম, কিন্তু হিসাব-নিকাশের অদ্ভুত দুনিয়ায় ঢুকে গেলাম এ বিষয়ে পড়াশোনা করতে করতে।’

তিনি বলেন, ‘পড়াশোনায় এতই মগ্ন থাকতাম, একটি বইয়ে কোম্পানির বাৎসরিক হিসাব করতে গিয়ে ভাবতাম, যদি আমিও একটা কোম্পানির মালিক হতাম। তাহলে খারাপ হতো না। কর্মসংস্থান সৃষ্টির বিষয় নিয়ে অনেক রকম স্ট্যাডি করতে গিয়ে ভাবতাম, আমিও তো পারি কিছু মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে।’

তন্বী বলেন, ‘আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে। এত কিছু ভেবেও বাস্তব জীবনেই ফিরে আসতে হতো দিনশেষে। অনেকে তাদের স্বপ্ন নিয়ে কথা বলতে খুব ভালোবাসেন। আমি স্বপ্ন দেখতে নয়; স্বপ্নকে বাস্তব রূপে দেখতে বেশি ভালোবাসি। তাই মিথ্যা স্বপ্ন দেখতাম না কখনোই।’

২০১৫ সালে এইচএসসি পরীক্ষার পর পারিবারিকভাবেই তন্বীর ওপর চাপ আসে। পাবলিক ভার্সিটিতে চান্স পেতেই হবে। তখনকার স্মৃতি টেনে বলেন, ‘আমি কখনো ক্লাসে সেকেন্ড হইনি। আমি যদি পাবলিক ভার্সিটিতে চান্স না পাই, তবে মুখ দেখাবো কী করে? এটি আসলে সামাজিক ট্যাবু। ভালো চাকরির জন্য হলেও ভালো জায়গায় আমাকে পড়াশোনা করতেই হবে। পরিবার থেকে মাত্র ৩টি পাবলিক ভার্সিটিতেই পরীক্ষা দেওয়ার অনুমতি দেওয়া হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগে সুযোগও হয়ে যায়।’

পড়তে গিয়েই তার কাছে মনে হয়, আমি কেন অন্যের অধীনে চাকরি করব? কেন নিজে কিছু করতে পারব না? পরাধীনতা এ তরুণী একদমই পছন্দ করেন না। যেই ভাবা; সেই কাজ। ২০১৭ সালের জুলাই মাসে ১৯০০ টাকা ইনভেস্ট করে লুকিয়ে লুকিয়ে কিছু ভারতীয় পোশাক ও জুয়েলারি অনলাইনে বিক্রি করা শুরু করেন। তখন এত সাড়া পেলেন, প্রথম মাসেই লাভ ছিল ৩০,০০০ টাকা।অবাক হলেও সত্য, এর পেছনে তার অসম্ভব অধ্যবসায় ছিল। কারণ পড়াশোনাও করতে হচ্ছিল তখন।

পরিবার প্রসঙ্গে বলেন, ‘শুরুর দিকে মা ব্যবসা সম্পর্কে জানতেন। আমাকে তখন শতভাগ সাপোর্ট দিয়েছেন। আস্তে আস্তে বাবা বিষয়টি জানলেন। তখন ফ্যামিলি থেকে পুরো সাপোর্ট পেয়েছি। কোনোরকম বাধাগ্রস্ত হতে হয়নি। এখন তো বিয়েও হয়ে গেছে। একটি ছোট মেয়েও আছে আমার। আমার স্বামীও ব্যবসায় সাপোর্ট দিয়ে যাচ্ছেন। যেহেতু আমাকে বেশিরভাগ সময় ব্যবসায় দিতে হয়, তাই সংসারের যাবতীয় ব্যাপারগুলো কোনো অভিযোগ ছাড়াই তিনি দেখেন।’

প্রতিষ্ঠান সম্পর্কে বলেন, ‘ইমরোজ মানে আমার স্বপ্নের প্রতিষ্ঠানের বয়স প্রায় ৫ বছর। শুরু থেকে আজ পর্যন্ত ভোক্তারা আমাদের প্রতি সন্তুষ্ট। আমরা তাদের সন্তুষ্টির জন্য প্রতিনিয়ত নতুন উদ্যমে কাজ করে যাচ্ছি। অনলাইনের মাধ্যমে যাত্রা শুরু করলেও এখন আমাদের একটি শোরুম আছে।’

সবশেষে তন্বী বলেন, ‘যেহেতু ব্যবসায়ী হিসেবেই এতদূর এসেছি এবং উদ্যোক্তা হিসেবেই সুপরিচিত। তাই ভবিষ্যতে আরও নতুন এবং বিস্তর ভাবে ভোক্তাদের উন্নতমানের সেবা দিতে চাই। যেন দেশের বাইরেও আমাদের সেবা পৌঁছে দিতে পারি।’

এসইউ/এমএস


Logo

Website Design & Developed By MD Fahim Haque - Web Solution