তবে এই কথাটা বলে দেওয়া খুবই সহজ। আর করে দেখানো কঠিন। কারণ মানুষকে তো আগে বুঝতে হবে যে নিজে কী ভুল করছেন। তারপর তা মিটিয়ে নেওয়া হবে সম্ভব। এবার পুরুষকেও তাই নিজের দোষ সম্পর্কে খেয়াল রাখতে হবে। কিন্তু না জানলে আর কী করা যাবে!
বিশেষজ্ঞদের কথায়, সম্পর্কে থাকতে গেলে নিজেকে শুধরে নিতে হবে। আর যাঁরা এখনও ভালোবাসার দুয়ার পেরননি, তাঁরা তো আগেই ঠিক পথে হাঁটতে পারেন। কোনও জটিলতা হবে না বললেই চলে। এবার থেকে এই বিষয়টি মাথায় রাখুন।
১. নিজের কথা বারবার বলা

নিজের কথা বারবার বলতে যাবেন না। আপনি যদি ভালো মানুষ হন, তবে সকলে এমনিতেই গোটা বিষয়টা জেনে যাবেন। তাই এবার থেকে নিজের কথা কম বলুন। নিজেকে বেশি বড় করে তুলতে গিয়ে আপনি অহেতুক হারিয়ে ফেলতে পারেন অপরদিকের মানুষটির মন। ফলে এই বিষয়টা মাথায় রাখার চেষ্টা করুন। তবেই সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। অন্যথায় সম্পর্কের টানাপোড়েন বাড়বে।
২. নিজের ভুল না দেখা:
৩. সবসময় চিল্লে কথা বলা

আপনি অহেতুক চিল্লে কথা বলতে যাবেন না। এর থেকে জটিলতা দেখা দিতে পারে। আপনার কথা হয়তো পরিবারের লোক মেনে নেবেন। কিন্তু একটা মহিলা এই ধরনের ব্যবহার মেনে না নিতেই পারেন। হয়তো তিনি যেখানে বড় হয়েছেন, সেই মানুষগুলি একদমই এমন নন। তাই সবসময় চিল্লে কথা বলার কোনও কারণ নেই বললেই চলে। এভাবেই আপনি সব সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। অন্যথায় জটিলতা দেখা দিতে পারে জীবনে।
৪. অহেতুক কথা বলা নয়:
৫. অন্যের প্রশংসা না করা

অনেকের এই খারাপ গুণ রয়েছে। তাঁরা অন্যের প্রশংসা করতে ভয় পান। এবার এই মানুষগুলিকে ভীষণ সতর্ক হতে হবে। কারণ সকলেই তাঁর সঙ্গীর থেকে প্রশংসা চান। আপনি যদি এই কাজটা না করে থাকেন, তবে জটিলতা দেখা দিতে পারে। তাই নিজেকে শুধরে ফেলার চেষ্টা করুন। আশা করছি ভালো থাকতে পারবেন।