• সকাল ১১:২৯ মিনিট শুক্রবার
  • ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
  • ঋতু : গ্রীষ্মকাল
  • ৯ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
এই মাত্র পাওয়া খবর :
দুই দিন ধরে স্কুল ছাত্র নিখোঁজ তৃণমূলের নেতা-কর্মীরা জাতীয় পার্টিকে বাঁচিয়ে রাখবে: এমপি খোকা অনুমোদনহীন প্রস্তাবিত কমিটির পরিচিতি সভা জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সাদিপুরে দোয়া ও আলোচনা সভা ডাঃ বিরুর নেতৃত্বে জামাত শিবিরের নৈরাজ্য রুখতে প্রতিবাদ মিছিল কাঁচপুরে এক পরিবহন চাঁদাবাজ গ্রেপ্তার উপজেলা স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত বিএনপির উদ্যোগে কুরআন পাঠ, আলোচনা সভা ও দোয়া মাহফিল সোনারগাঁয়ে ১০ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন বারদী আশ্রমে আশপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ দেড় কোটি টাকার ইয়াবাসহ আটক ৪ সোনারগাঁয়ে অভিনব কায়দায় মিশুক চুরি সোনারগাঁ উপজেলা- থানা সড়কের নির্মান কাজ পরিদর্শনে এমপি খোকা সোনারগাঁ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত সোনারগাঁয়ে ২০ কেজি গাঁজাসহ আটক ১ সোনারগাঁয়ে ভুয়া ডিগ্রীধারী চিকিৎসককে ১ বছরের কারাদন্ড অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও বকেয়া বিল আদায়ে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন তিনদিন ধরে তাহিন মিয়া নিখোঁজ সাদিপুর ইউনিয়ন জাতীয়পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন ছোট ভাই হত্যার রায় ঘোষনার ২৪ ঘন্টা না পেরুতেই ছোট ভাই গ্রেপ্তার
পুরুষের ৫ ভুলেই মহিলারা ভয়ংকর চটে যান, কারও পরোয়া না করেই সম্পর্ক ভাঙেন

পুরুষের ৫ ভুলেই মহিলারা ভয়ংকর চটে যান, কারও পরোয়া না করেই সম্পর্ক ভাঙেন

Logo


আসলে ভুল যে কারও হওয়া সম্ভব। তবে সেই ভুলের আকৃতি বিরাট হলে আর রক্ষে নেই। এবার পুরুষ মানুষ বহু ক্ষেত্রেই এমন কিছু খারাপ সিদ্ধান্ত নিয়ে ফেলেন। সেই কারণে তাঁদের ভুগতেও হয়। এবার এমন ভুল আর করা যাবে না। বরং আপনাকে সতর্ক থাকতে হবে। তবেই সম্পর্ক সুস্থ পথে এগিয়ে যাবে।

তবে এই কথাটা বলে দেওয়া খুবই সহজ। আর করে দেখানো কঠিন। কারণ মানুষকে তো আগে বুঝতে হবে যে নিজে কী ভুল করছেন। তারপর তা মিটিয়ে নেওয়া হবে সম্ভব। এবার পুরুষকেও তাই নিজের দোষ সম্পর্কে খেয়াল রাখতে হবে। কিন্তু না জানলে আর কী করা যাবে!

বিশেষজ্ঞদের কথায়, সম্পর্কে থাকতে গেলে নিজেকে শুধরে নিতে হবে। আর যাঁরা এখনও ভালোবাসার দুয়ার পেরননি, তাঁরা তো আগেই ঠিক পথে হাঁটতে পারেন। কোনও জটিলতা হবে না বললেই চলে। এবার থেকে এই বিষয়টি মাথায় রাখুন।

​১. নিজের কথা বারবার বলা

নিজের কথা বারবার বলতে যাবেন না। আপনি যদি ভালো মানুষ হন, তবে সকলে এমনিতেই গোটা বিষয়টা জেনে যাবেন। তাই এবার থেকে নিজের কথা কম বলুন। নিজেকে বেশি বড় করে তুলতে গিয়ে আপনি অহেতুক হারিয়ে ফেলতে পারেন অপরদিকের মানুষটির মন। ফলে এই বিষয়টা মাথায় রাখার চেষ্টা করুন। তবেই সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। অন্যথায় সম্পর্কের টানাপোড়েন বাড়বে।

​২. নিজের ভুল না দেখা:

ভুল তো সকলেরই হয়ে থাকে। তবে আপনি যদি সেই ভুল স্বীকার না করেন তবে তো বড়সড় জটিলতা বেধে যেতে পারে। তাই নিজের ভুল থেকে শিক্ষা নেওয়ার কাজটা এবার শুরু করে দিন। আশা করছি আপনি সব ধরনের জটিলতা পেরিয়ে যেতে পারবেন। আর সবথেকে বড় কথা নিজের ভুল স্বীকারের সৎ সাহস রাখতে পারলেই না হয় পুরুষ হিসাবে কথা বলতে পারবেন। ভয় পাওয়া তো কোনও কাজের কথা নয়।

৩. সবসময় চিল্লে কথা বলা

আপনি অহেতুক চিল্লে কথা বলতে যাবেন না। এর থেকে জটিলতা দেখা দিতে পারে। আপনার কথা হয়তো পরিবারের লোক মেনে নেবেন। কিন্তু একটা মহিলা এই ধরনের ব্যবহার মেনে না নিতেই পারেন। হয়তো তিনি যেখানে বড় হয়েছেন, সেই মানুষগুলি একদমই এমন নন। তাই সবসময় চিল্লে কথা বলার কোনও কারণ নেই বললেই চলে। এভাবেই আপনি সব সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। অন্যথায় জটিলতা দেখা দিতে পারে জীবনে।

​৪. অহেতুক কথা বলা নয়:

অনেকেই অহেতুক আজেবাজে কথা বলেন। এবার এমনটা করলে মানুষের মন খারাপ হয়ে যায়। অপরদিকে মানুষটি আপনার কথা মেনে না নিতেও পারেন। সেক্ষেত্রে অহেতুক বকাটা এবার বন্ধ করুন। তবেই সমস্যার সহজ সমাধান করে ফেলতে পারবেন। এমনকী তাঁরাও ভালো থাকতে পারবেন। তাই চিন্তার কোনও কারণ নেই বললেই চলে।

​৫. অন্যের প্রশংসা না করা

অনেকের এই খারাপ গুণ রয়েছে। তাঁরা অন্যের প্রশংসা করতে ভয় পান। এবার এই মানুষগুলিকে ভীষণ সতর্ক হতে হবে। কারণ সকলেই তাঁর সঙ্গীর থেকে প্রশংসা চান। আপনি যদি এই কাজটা না করে থাকেন, তবে জটিলতা দেখা দিতে পারে। তাই নিজেকে শুধরে ফেলার চেষ্টা করুন। আশা করছি ভালো থাকতে পারবেন।


Logo

Website Design & Developed By MD Fahim Haque - Web Solution