নিউজ সোনারগা৭২৪ডটকম:
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন বর্তমান ভাইস চেয়ারম্যান শাহ আলম রুপন। নির্বাচন ঘনিয়ে আসার পর শাহ আলম রুপন এবারও নির্বাচন করবেন নাকি সড়ে দাড়াবেন এমন গুজন চলে আসছিল রাজনৈতিক মাঠে। সব শঙ্কা উড়িয়ে দিয়ে আবারো ভাইস চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন শাহ আলম রুপন। তিনি নিজেই এ তথ্যটি নিশ্চিত করেছেন নিউজ সোনারগাঁ২৪ডটকমের কাছে।
তিনি জানান, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন দলীয় প্রতিকে হবে এমনটা শুনার পর চিন্তা করেছিলাম দলীয় প্রতিক নিয়ে নির্বাচন করবো। কিন্তু নির্বাচন কমিশন ভাইস চেয়ারম্যান প্রার্থীদের ক্ষেত্রে দলীয় প্রতিক থাকবেনা এমনটা শুনার পর অনেক চিন্তা ভাবনা করে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছি। এছাড়া গত বছর সোনারগাঁবাসী আমাকে যেভাবে ভালবেসে বিপুল ভোটে জয়লাভ করিয়েছে। আমি সেই মানুষগুলো দিকে তাকিয়ে এবারও প্রার্থী হচ্ছি। এছাড়া আমি যদি নির্বাচন মাঠ থেকে হঠাৎ সরে দাড়াই তাহলে জনসাধারণ ভাববে আমি তাদের সিদ্ধান্ত ছাড়াই মাঠ থেকে সরে গেছি সে সেক্ষেত্রে তারা আমাকে ক্ষমা করবেনা। আমার নেতাকর্মীরাও যাচ্ছে আমি নির্বাচনে আসি। তাছাড়া আমি ক্ষমতায় থাকা কালীন আমার যতটুকু ক্ষমতা ছিলো সেই টুকু ক্ষমতা দিয়ে জনগনের সেবা করেছি। সেবা না করলেও কোন ক্ষতি করেনি। আমার নেতাকর্মীরা কারো ক্ষতি করেনি। আমি ক্ষমতায় থাকতে টেন্ডারবাজি, জমির দালালি, বালু সন্ত্রাস, ও চাঁদাবাজি করেনি। আমার কর্মীদেরও কেউ বলতে পারবেনা তারা এ কাজ করেছে। তাই আমি মনে করি আসন্ন নির্বাচনে জনগন আমার পাশে থেকে আমাকে বিপুল ভোটে জয়লাভ করাবে।