নিউজ সোনারগাঁ২৪ডটকমঃ জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের রোগমুক্তি ও সুস্ততা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার জুম্মার নামাজের পর সোনারগাঁ উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে এ বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
সোনারগাঁয়ের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার উপস্থিত থেকে এই দোয়া ও মাহফিলের আয়োজন করেন।
এছাড়াও আজ বাদ জুমআ সারা সোনারগাঁয়ের সকল জামে মসজিদে সোনারগাঁয়ের সাংসদ সদস্য ও জাতীয় পার্টীর সিনিয়র যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকার উদ্যোগে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।