নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলার শিক্ষানুরাগী ও সাবেক ছাত্র নেতা আবু নাঈম ইকবালকে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য করা হয়েছে।
জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিব জিএম কাদের এর স্বাক্ষরিত চিঠিতে তাকে সদস্য পদ দেয়ার বিষয়টি স্পষ্ট করেন। আবু নাঈম ইকবালকে জাতীয় পার্টি কেন্দ্রীয় সদস্য করায় অভিনন্দন জানিয়েছেন সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির নেতা কর্মীরা। এসময় তারা আরো বলেন, সোনারগাঁয়ে জাতীয়পার্টির রাজনীতিতে একজন দক্ষ ও পরিচ্ছন্ন লোক হিসেবে তারা এ নেতাকে পাওয়ায় সাংগঠনিক দিক দিয়ে উপজেলা আরো শক্তিশালী হবে।