নিউজ সোনারগাঁ২৪ডটকমঃ
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। রায়ের প্রতিক্রিয়ায় রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট মোশাররফ হোসেন কাজল সাংবাদিকদের বলেছেন, ‘আমরা আশা করেছিলাম তারেক রহমানসহ অন্য ষড়যন্ত্রকারীদের ফাঁসি হবে। কিন্তু তা হয়নি। তাই রায় পর্যালোচনা করে অবশ্যই উচ্চতর আদালতে যাবো। আমাদের আইনজীবীদের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেবো।’
প্রেস ব্রিফিং কালে এডভোকেট ড. সেলিনা আক্তারসহ অন্যান্য আইনজীবীরা এ সময় উপস্থিত ছিলেন। রায়ে আপনারা সন্তুষ্ট কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ড. সেলিনা আক্তার বলেন, ‘আইনের শাসন চুলচেরা বিশ্লেষণ করে বিচারক এই রায় দিয়েছেন। আমরা এই রায়ে সন্তোষ প্রকাশ করছি। তবে দেশবাসী তারেক রহমানের ফাঁসি হওয়ার প্রত্যাশায় ছিল ’
আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছিল। ঠিক একইভাবে ২০০৮ সালের ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যাচেষ্টা করা হয়েছিল। তারেক রহমান, মুফতি হান্নান, মাওলানা তাজউদ্দীন, আব্দুস সালাম পিন্টু এরা একত্রিত হয়ে ষড়যন্ত্রের মাধ্যমে এই হত্যাচেষ্টা সংঘটিত করেছিল।’