নিউজ সোনারগাঁ২৪ডটকম:
১৫ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে মৃত্যুবার্ষিকী ও শিশু দিবস পালন উপলক্ষে উপজেলার পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে এক বর্ধিত সভার আয়োজন করা হয়েছে। পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক ফিরোজ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। অনুষ্ঠানটি সঞ্চালনা করে ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আতিকুল্লাহ।
বর্ধিত সভায় সবার স্মমতিক্রমে সিদ্ধান্ত হয় আগামী ১৫ আগষ্ট জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে মৃত্যু বার্ষিকী ও শিশু দিবসটি অন্যান্য বছরের ন্যায় আরো ব্যাপক ভাবে আয়োজন করা হবে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইউনিয়নের প্রতিটি মসজিদে মিলাদ মাহফিল ও কোরআন খতম করা হবে এবং গরীব ও দুস্থদের জন্য কাঙ্গালী ভোজের আয়োজন করা হবে।