নিউজ সোনারগাঁ২৪ডটকম:
আগামী ৩১ শে মার্চ সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাইয়ের শেষ দিনে এক চেয়ারম্যান প্রার্থীসহ আরো ৪ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে জেলা নির্বাচন কমিশন। এছাড়া ২ চেয়ারম্যান প্রার্থী ৪ ভাইস চেয়ারম্যান প্রার্থী ও ৪ সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়েছে।
জানা গেছে, আগামী ৩১ শে মার্চ সোনারগাঁ উপজেলা নির্বাচনকে সামনে রেখে নৌকা প্রতিকের প্রার্থী মোশারফ হোসেন, স্বতন্ত্র প্রার্থী মাহফুজুর রহমান কালাম ও ইসলামী এক্য জোটের প্রার্থী রহমতউল্লাহ চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান শাহ আলম রুপন, আবু নাঈম ইকবাল, নেকবর হোসেন নাহিদ, এসএম জাহাঙ্গীর, বাবুল হোসেন, শাহজালাল মিয়া ও শেখ ফরিদ এবং সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাছিমা আক্তার, হেলেনা আক্তার, মাহমুদা আক্তার ফ্যান্সী ও শ্যামলী আক্তার মনোনয়নপত্র জমা দেন।
আজ (৬ মার্চ) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে চেয়ারম্যান পদে রহমতউল্লাহ মনোনয়ন অবৈধ ঘোষনা করেন জেলা নির্বাচন কমিশন। এছাড়া নৌকা প্রতিকের প্রার্থী মোশারফ হোসেন ও মাহফুজুর রহমান কালামের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহজালাল, শেখ ফরিদ, নেকবর হোসেন নাহিদ ও মনির হোসেন মনোনয়নপত্র বাতিল বলে গন্য করে এবং শাহ আলম রুপন, আবু নাঈম ইশবাল, এসএম জাহাঙ্গীর ও বাবু ওমরের মনোনয়ন বৈধ ঘোষনা করেন। এছাড়া মহিলা সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে নাছিমা আক্তার, হেলেনা আক্তার, মাহমুদা আক্তার ফ্যান্সী ও শ্যামলী আক্তারের মনোনয়ন বৈধ ঘোষনা করেন জেলা নির্বাচন কমিশন।