নিউজ সোনারগাঁ২৪ডটকম: একাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হতে না হতেই এবার শুরু হয়েছে উপজেলা নির্বাচন নিয়ে গুজন। উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিভিন্ন চায়ের দোকান থেকে বিভিন্ন আড্ডায় চলছে উপজেলা নির্বাচন নিয়ে গুজন। সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হবার পর এবার কারা উপজেলা নির্বাচন করবে বা কে নির্বাচিত হবে এ নিয়ে চলছে আলাপ-আলোচনা ও গুজন।
জানা গেছে, গত মাসের ৩০ শে ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছিল একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে দ্বিতীয়বারের মতো জয়লাভ করেন মহাজোটের এমপি লিয়াকত হোসেন খোকা। জাতীয় সংসদ নির্বাচন শেষ হতে না হতেই আলোচনা শুরু হয়েছে উপজেলা নির্বাচন নিয়ে।
সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ উল্লেখ করে ইসি ঘোষনা করেন আগামী মার্চে অনুষ্ঠিত হবে উপজেলা নির্বাচন। এ ঘোষনার পর থেকে সোনারগাঁয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। চায়ের দোকান থেকে শুরু করে খাবার রেষ্টুরেস্ট ও বিভিন্ন আড্ডায় চলছে নির্বাচন নিয়ে আলোচনা। এবার উপজেলা নির্বাচন দলীয় প্রতিকে হবে এ ঘোষনা পর সোনারগাঁয়ের উপজেলা চেয়ারম্যান প্রার্থীরা কেন্দ্রে শুরু করেছেন দৌড়ঝাপ। আবার অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে তাদের নেতাদের ছবি পোষ্ট করে উপজেলা নির্বাচনের জন্য দোয়া প্রার্থনা করছেন। তবে এখন পর্যন্ত যারা উপজেলা নির্বাচনে অংশ গ্রহন করবেন তারা কেউ মিডিয়ার সামনে কথা বলেননি বা আনুষ্ঠানিক ভাবে ঘোষনাও দেননি।
গত উপজেলা নির্বাচন দলীয় প্রতিকে না হওয়ার বিভিন্ন দলের সমর্থন নিয়ে নির্বাচন করেছিলেন প্রার্থীরা। কিন্তু এবার দলীয় প্রতিকে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে এ ঘোষনার পর কেন্দ্রে কেন্দ্রে এখন থেকেই নেতারা নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলছেন। তবে, জাতীয় সংসদ সুষ্ঠু হয়নি উল্লেখ করে বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহন করবেন কিনা তা নিয়ে রয়েছে সন্দেহ। যদি বিএনপি নির্বাচনে না আসে তাহলে এখানে জাতীয়পার্টি ও আওয়ামীলীগসহ অন্যান্য দল অংশ গ্রহন করতে পারে। সেক্ষেত্রে দলীয় প্রতিক অনেক গুরুত্বপুর্ন। তাই মাঠে প্রচারনা না করে নেতারা মনোযোগ দিচ্ছেন দলীয় প্রতিক মনোনয়নের জন্য। তাদের ধারনা দলীয় মনোনয়ন হলেই হয়তো নির্বাচনে জয়লাভ করা সহজ হয়ে যাবে।
আগামী উপজেলা নির্বাচনে এ পর্যন্ত যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সামসুল ইসলাম ভুইয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম ডা: আবু জাফর চৌধুরী বিরুর নাম। অপরদিকে, ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে পারেন বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ আলম রুপম, সাবেক ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, আবু নাঈম ইকবাল। মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে যাদের নামে রয়েছে তারা হলেন, বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাছিমা আক্তার, মহিলা জাতীয়পার্টির নেত্রী ফেন্সী, শ্যামলী চৌধুরী।