নিউজ সোনারগাঁ২৪ডটকম: একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ভোট হবে আগামী ৪ মার্চ।
রোববার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।
নির্বাচনের তফসিল ঘোষণা করে তিনি বলেন, এ নির্বাচনে অংশ নিতে আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ১২ ফেব্রুয়ারি বাছাইয়ের পর প্রত্যাহার করা যাবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
ফলে আগামী ৪ মার্চ নির্ধারন হবে সোনারগাঁয়ের ৩ নেত্রীর ভাগ্য। তারা তিনজনই নারায়ণগঞ্জ মহিলা সংরক্ষিত আসনের জন্য সোনারগাঁ থেকে মনোনয়ন সংগ্রহ করেছিলেন। তারা হলেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও স্ট্যামফোড ইউনিভারসিটির আইন বিভাগের চেয়ারম্যান ড. সেলিনা আক্তার, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক নাসরিন সুলতানা ঝরা ও উপজেলা মহিলা লীগের সভাপতি এডভোকেট নুরজাহান বেগম। এছাড়া সাবেক এমপি কায়সার হাসনাতের সহধর্মীনি রুবায়া সুলতানা সংরক্ষিত আসনে মনোনয়ণপত্র কিনেছেন বলে শোনা গেছে। তবে, এ ব্যাপারে কায়সার হাসনাত ও তার পরিবারের পক্ষ থেকে কোন সুস্পস্ট বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে স্বাধীনতার পর দুজন সোনারগাঁ থেকে সংরক্ষিত মহিলা এমপি নির্বাচিত হয়েছিলেন। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় বিএনপি থেকে এমপি হয়েছিলেন উপজেলার সাদিপুর ইউনিয়নের গোলবদন ও এরশাদ সরকারের আমলে জাতীয়পার্টি থেকে এমপি হয়েছিলেন একই ইউনিয়নের ব্যারিষ্টার রাবেয়া ভুইয়া। এরপর প্রায় ৩২ বছর অতিবাহিত হলেও সোনারগাঁ থেকে নারায়ণগঞ্জ সংরক্ষিত আসনে কোন মহিলা এমপি মনোনীত হয়নি।