প্রস্তুতি সভায় স্বাধীনতা বিরোধী দেশি-বিদেশী অপশক্তির বিরুদ্ধে “দেশ বাঁচাও” এই শ্লোগান দেশ প্রেমীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বক্তারা।
সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ভুইয়ার সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একে এম শামীম ওসমান এমপি,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের সাবেক এমপি আবদুল্লাহ আল কায়সার হাসনাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সম্পাদক ডাক্তার আবু জাফর চৌধুরী বিরু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক রফিকুল ইসলাম নান্নু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী শাহ মো: সোহাগ রনি, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আলী হায়দার, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি পদপ্রার্থী মামুন আহমেদ রাশেদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর।
উক্ত অনুষ্ঠানে সোনারগাঁ মুক্তিযোদ্ধা সংসদের সকল সদস্যগণ ও মুক্তিযোদ্ধার সন্তান সহ সোনারগাঁ উপজেলার ভাইস চেয়ারম্যান ও প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সোনারগাঁ পৌরসভা সহ প্রতিটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ,ছাত্রলীগ ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দদের অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রস্তুতি সভা সফল করেন।