নিউজ সোনারগাঁ টুৃয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার ৮৪.২৮% দাখিল পরীক্ষায় পাশের হার ৯৪.৭৭% ও ভোকেশনারে পাশের হার ৯৫.২৯%। এবার সোনারগাঁয়ে থেকে মোট পরিক্ষায় অংশ গ্রহন করেন ৫১৬২ জন।
সোনারগাঁ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রধান জানান, সোনারগাঁ উপজেলায় এবার ৩১টি উচ্চ মাধমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৪ হাজার ৪শত৮৪ জন পরিক্ষার্থী অংশ গ্রহন করেন তাদের মধ্যে কৃতকার্য হোন ৩৭৭৯ জন অকৃতকার্য ৭০৫জন এদের মধ্যে জিপিএ-৫ পান ৩১৬ জন। এসএসসি পরিক্ষায় মোট পাশের হার ৮৪.২৮%। ১০টি মাদ্রাসায় দাখিল পরিক্ষায় অংশ গ্রহন করেন ৪০২ জন এদের মধ্যে কৃতকার্য হোন ২৬৩ জন অকৃতকার্য হোন ১৭ জন জিপিএ-৫ পান ৭৩ জন পাশের হার ৯৫.৭৭% ও ভোকেশনাল পরিক্ষায় অংশ গ্রহন করেন ২৭৬ জন এদের মধ্যে কৃতকার্য হোন ২৬৩ হোন এদের মধ্যে জিপিএ-৫ পান ৭৩ জন পাশের হার ৯৫.২৯%। এবার শতভাগ পাশ করা বিদ্যালয়টি হলো সোনারগাঁ পাইলট উচ্চ বিদ্যালয়