নিউজ সোনারগাঁ২৪ডটকম:
”উন্নয়নের অভিযাত্রার অদম্য বাংলাদেশ” এ শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় আগামীকাল বৃহস্পতিবার (৪ অক্টোবর) সোনারগাঁ উপজেলা মাঠে শুরু হচ্ছে জাতীয় উন্নয়ন মেলা ২০১৮। এ উপলক্ষে ইতিমধ্যে প্রস্তুতি শেষ করেছে উপজেলা প্রশাসন। মেলা উপলক্ষে সোনারগাঁ উপজেলার বিভিন্ন দপ্তর ও পৌরসভা, পল্লী বিদ্যুৎসহ বিভিন্ন উন্নয়নমুলক প্রতিষ্টানগুলো অংশ গ্রহন করবে। এ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক যোগে সারা দেশের জাতীয় উন্নয়ন মেলা উদ্ধোধন করবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীনুর ইসলামের সভাপতিত্বে উন্নয়ন মেলা উদ্ধোধণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সোনারগাঁয়ের সংসদ লিয়াকত হোসেন খোকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বিএম রুহুল আমিন রিমন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ আলম রুপন, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ।