নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ের করোনা রোগী ও লকডাউন পরিবারের মাঝে উপহার সামগ্রী ও মাস্ক বিতরন অব্যাহত রেখেছেন সোনারগাঁয়ের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। লিয়াকত হোসেন খোকার স্বেচ্ছাসেবক টিমের উদ্যোগে উপজেলার ২ শতাধিক পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ করছেন।
জানাগেছে, সোনারগাঁয়েেএ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৪৩১জন, মৃত্যু বরন করেছে ১৬ জন। এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত ও লকডাউন প্রায় ২ হাজার ৫ শত ৮০ টি পরিবারের মাঝে উপহার সামগ্রী, প্রয়োজনীয় ঔষধ, এম্বুল্যান্স সেবা, নিয়মিত খোজ খবর স্বেচ্ছাসেবক টিমের মাধ্যমে নিয়ে থাকেন এমপি লিয়াকত হোসেন খোকা। এ ব্যাপারে সার্বক্ষনিক সহযোগিতায় নিয়োজিত রয়েছেন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব আলহাজ্ব জাবেদ রায়হান জয়, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আবু নাঈম ইকবাল, জাতীয় পার্টির নেতা আনিসুর রহমান বাবু ও ফজলুল হক মাষ্টার স্বেচ্ছাসেবক টিমে রয়েছেন মোঃ টিম লিডার সানাউল্লাহ বেপারী, মোঃ আলী আকবর,মোঃওমর ফারুক, মোঃগোলজার হোসেন,আজিজুল হক, মোঃআবু কালাম, মোঃ মুহিবুল্লা মিয়া, মোঃ ফয়সাল হোসেন, গাজী মোঃমাইনুদ্দিন , মোঃ ফাহমিদ তুহিন,মোঃ জানে আলম,মোঃ সুমন মীর,শেখ মোঃ রাকিব হোসেন,মোঃ মফিজুল ইসলাম, মোঃ পলাশ শিকদার,মোঃনাজমুল হোসেন প্রধান, মোঃ নাদিম আহমেদ, মো সাকিব হাসান জয় ,মোঃহানিফ সরকার, মো রাব্বি মিয়া মোঃ আলমগীর হোসাইন অপু, মোঃশাকিল মিয়া, মোঃ আবুবক্কর মিন্টু। প্রতিটি ওয়ার্ডে সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা এর স্বেচ্ছাসেবক টিম করোনা ভাইরাসে আক্রান্ত পরিবার ও লকডাউন পরিবারের সেবায় নিয়োজিত রয়েছে।