নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: শত বছরের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ সোনারগাঁ জি.আর ইনস্টিটিউশন এর এস এস সি ৯৮ ব্যাচ এর সংগঠন হৃদয়ে-৯৮ এর ফ্যামেলি ডে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার পানাম নগরীর পার্শ্ববর্তী টুরিস্ট হোমে দিনব্যাপী এ ফ্যামেলি ডে অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল আট থেকে ফ্যামেলি ডে এর আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানে ৯৮ ব্যাচের বন্ধু-বান্ধবী ও তাদের পরিবারের সদস্যরা স্বতস্ফুর্তভাবে অংশ গ্রহন করেন। ফ্যামেলি ডেতে শিশুদের জন্য বিভিন্ন ইভেন্ট ও বন্ধু-বান্ধবীদের জন্যও আকর্ষনীয় ইভেন্ট ও পুরষ্কারের ব্যবস্থা রাখা হয়েছিল। দীর্ঘদিন পর বন্ধুদের একসাথে পেয়ে অনুষ্ঠানটি এক মিলন মেলায় পরিনত হয়। অনুষ্ঠানে ৯৮ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা তাদের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। বিদেশে থাকা বন্ধুরা ফেসবুক লাইভের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সন্ধ্যায় ফ্যামেলি ডে অনুষ্ঠানটি সমাপ্ত হয়। অনুষ্ঠানে সংগঠনের পরবর্তী কর্মসূচি গৃহিত হয় দুস্থদের মধ্যে শীত বস্ত্র বিতরন। শীঘ্রই হৃদয়ে-৯৮ এ কর্মসূচি বাস্তবায়ন করবে বলে ঘোষনা করা হয়।