নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁও পৌরসভায় আওয়ামী লীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৩ জানুয়ারী) বিকালে সোনারগাঁও পৌরসভা মাঠে পৌর আওয়ামী লীগের উদ্যোগে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
পৌরসভা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তৈয়বুর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া। সম্মেলনে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ – ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ আল-কায়সার হাসনাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন আহবায়ক ডাক্তার আবু জাফর চৌধুরী বিরু, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য মাহফুজুর রহমান কালাম, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম।
কর্মী সম্মেলনর প্রধান বক্তা নারায়ণগঞ্জ – ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল্লাহ্ আল-কায়সার হাসনাত বলেন, তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করতে হলে ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে হবে। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল না, তখন যারা নির্যাতন, কষ্ট সহ্য করেছেন, সেসব ত্যাগী নেতাকেই দলে নতুন কমিটিতে মূল্যায়ন করা হবে। তিনি মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে আগামী সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ – ৩ (সোনারগাঁ) আসনে আওয়ামী লীগ দলীয় মনোনয়নপত্র দিবেন বলে আশা ব্যক্ত করেন।
কলাপাতা রেষ্টুরেন্টের বিজ্ঞাপন
সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ নেতা মামুন আল ইসমাইল এর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সম্মেলন আরোও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহেল রানা, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওসমান গনি, সোনারগাঁ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, সাংগঠনিক সম্পাদক আরিফ আহম্মেদ, কামাল হোসেন, বারদী ইউপি চেয়ারম্যান লায়ন মোঃ মাহবুবুর রহমান বাবুল, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গাজী মুজিবুর রহমান, এডভোকেট ফজলে রাব্বি, সোনারগাঁ উপজেলা মহিলা লীগের সভাপতি এডভোকেট নূরজাহান, ঢাকা কলেজের সাবেক সভাপতি ছগির আহম্মেদ, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক নাসরিন সুলতানা ঝরা, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মোহাম্মদ হোসাইন, পৌর স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন, পৌরসভা যুবলীগের সভাপতি আসাদুজ্জাসান আসাদ, আওয়ামীলীগ নেতা কবির হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদ, সাবেক সভাপতি রাসেল মাহমুদ সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী।