নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে পেরাব ১৯ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৪ মে) বুধবার সকালে অত্র বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
এ সময় পেরাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ জাকারিয়া এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির ভুঁইয়া, বিশেষ অতিথি, সমাজ সেবক জুলহাস মোল্লা, অত্র বিদ্যালয়ের সহ সভাপতি ও জামপুর ইউপি সদস্য বদরুজ্জামান বদু, তাজমহল ও পিরামিড এর ব্যবস্হাপনা পরিচালক উজ্জ্বল ভুঁইয়া, আশরাফুল আলম, সাবিক তত্ত্বাবধানে ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাছিনা মমতাজ, হাফেজ দেওয়ান, রবিউল ভুঁইয়া, জহিরুল ভুঁইয়া, রতন ভুইঁয়া, সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক সহ অন্যান গণ্যমান ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
এ সময় চেয়ারম্যান হুমায়ুন কবির ভুঁইয়া বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড তাই আপনাদের প্রতেক সন্তানদের শিক্ষায় আগ্রহী করে তোলেন পাশাপাশি খেলাধুলা মানুষের মনকে উৎসাহী করে তোলে ও মাদক থেকে দুরে রাখে তাই লেখাপড়ার কোন বিকল্প নেই। আজকে সুন্দর একটি আয়োজন হয়েছে। আমি যতটুকু পারি অএ বিদ্যালয়ের জন্য উন্নয়ন মুলক কাজ করে যাবো।