নিউজ সোনারগাঁ২৪ডটকমঃ সোনারগাঁয়ের কাঁচপুর থেকে র্যাব-১১ এর একটি দল প্রতারক চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে।
গত রবিবার রাতে উপজেলার কাঁচপুর মধ্যপাড়া গ্রামের জাহিদ খানের পাঁচ তলা বিল্ডিং এর দ্বিতীয় তলার ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজাহার থেকে জানা যায়, হবিগঞ্জ জেলার মাধবপুর থানার খোরকি গ্রামের হোসেন আহম্মেদের ছেলে মো. মনসুর আহম্মেদ(৩০) গত ২৪ অক্টোবর হবিগঞ্জ থেকে মর্ডান পরিবহন যোগে ব্যবসায়িক কাজে ঢাকার উদ্দেশ্যে রওনা হলে বাসের মধ্যে মো.আবুল হোসেন ( ২৮ ) নামে এক ব্যক্তির সাথে পরিচয় হয়। আবুল হোসেনের বাড়িও হবিগঞ্জ বলে পরিচয় দেয় সে। কথাবার্তার মাধ্যমে আন্তরিকতা তৈরি হলে বিকেলে সোনারগাঁয়ের কাঁচপুর বাসস্ট্যান্ডে একসাথে নামার পর মনসুর আহম্মেদকে দুপুরের খাবারের জন্য আবুল হোসেনের ভাড়াকৃত বাড়িতে যাওয়ার অনুরোধ করে । মনসুর কাঁচপুরে আবুল হোসেনের বাড়িতে গিয়ে দুপুরের খাবার খাবার খাওয়ার পর অজ্ঞাতনামা ৫ – ৬ জন ব্যক্তি এসে মনসুরকে হঠাৎ চর থাপ্পর মারতে থাকে। ভয়ভীতি দেখিয়ে তার গায়ের কাপড় খুলে নেয়। এসময় তার সাথে থাকা পঞ্চাশ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা।
পরে আবুল হোসেনসহ অন্যান্যরা মিলে অজ্ঞাতনামা এক মহিলার সাথে জোরপূর্বক নগ্ন ছবি মোবাইল ফোনে ভিডিও করে এবং নারী নির্যাতনের মামলা দেয়ার হুমকি দিয়ে বিকাশে আরো টাকা বাড়ি থেকে আনার জন্য চাপ দেয়। পরে মনসুর তার ভাই মো. মাশুকের কাছ থেকে বিকাশে বিশ হাজার টাকা নিয়ে আসে। সন্ধ্যার দিকে আরো টাকার আনার জন্য মনসুরকে শারীরিক নির্যাতন করা হয়। সুযোগ বুঝে মনসুর ওখান থেকে পালিয়ে য়ায়। পরে ২৫ অক্টোবর র্যাব-১১ এর কাছে লিখিতভাবে এ বিষয়ে অভিযোগ করলে বিকাশে টাকা উত্তোলনের সূত্র ধরে আসামীদের অবস্থান নিশ্চিত করে রবিবার রাতে কাঁচপুর থেকে প্রতারক চক্রের মূল হোতা আবুল হােসেন ( ২৮ ) সহ তার সহযোগী মিরাজ হোসেন শান্ত ( ২০ ) , মো.ফোরকান ( ২৯) ও মো. ফারুককে গ্রেপ্তার করে র্যাব-১১। এসময় মুক্তিপণের ১২ হাজার টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মো. মনসুর আহম্মেদ বাদী হয়ে ৬জনকে আসামী করে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেছে। মামলার আসামীরা হলো মো.আবুল হোসেন ( ২৮ ) , মিরাজ হোসেন শান্ত ( ২০ ) , মো.ফোরকান ( ২৯ ) , মোঃ রুবেল হোসেন ( ২০ ) , পুতুল খাতুন নেহা ( ২০ ) , ও মাহিমা খাতুন ( ১৯ )।
সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান জানান, র্যাব-১১ ইতোমধ্যে প্রতারক চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করে সোনারগাঁ থানায় সোপর্দ করেছে। এ ঘটনায় মো. মনসুর আহম্মেদ বাদী হয়ে ৬জনকে আসামী করে সোমবার একটি মামলা করেছে। গ্রেপ্তারকৃতদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।