সোনারগাঁয়ে বিজ্ঞানী মাকসুদুল আলমের স্মরণসভা
- আপডেট টাইম : সোমবার, ডিসেম্বর ২১, ২০২০
নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: পাটের জীবন রহস্য উন্মোচনকারী বিজ্ঞানী মাকসুদুল আলম-এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোনারগাঁয়ে স্মারণসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে পৌর এলাকার সুবর্ণগ্রাম কালচারাল সেন্টারে সুবর্ণগ্রাম ফাউন্ডেশন এ স্মরণসভার আয়োজন করে। স্মরণসভায় বক্তব্য রাখেন সোনারগাঁও সাহিত্য নিকেতনের সভাপতি কবি রহমান মুজিব, সুবর্ণগ্রাম ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা কবি ও লেখক শাহেদ কায়েস, উদীচী সোনারগাঁ শাখার সভাপতি লেখক শংকর প্রকাশ, সোনারগাঁও সাহিত্য নিকেতনের সাধারণ সম্পাদক লেখক ও সাংবাদিক রবিউল হুসাইন, রোকেয়া আক্তার, মিঠুন চন্দ্র দাস, নাভিয়া লতিফ লামি, দিপ্তী রানী সূত্রধর প্রমুখ। . অনুষ্ঠানে বক্তারা বলেন, বিজ্ঞানী মাকসুদুল আলমের স্বপ্ন ছিল পাটের জীবন রহস্য উন্মোচনের গবেষনা সেন্টারটি একটি স্বাধীন ইনস্টিটিউট হিসেবে গড়ে তোলা। এ ইনস্টিটিউটে শুধুমাত্র পাটের জিনোম নিয়ে গবেষনা নয় অন্যান্য শস্যেরও জিনোম আবিষ্কারে গবেষনা করা হবে। যেখানে বাংলাদেশের নবীন গবেষক ও বিজ্ঞানীরা কাজ করার সুযোগ পাবেন। এ ইনস্টিটিউট বাস্তবায়নে সরকারের পদক্ষেপ কামনা করেন আলোচকরা। এছাড়া পাটের জীবন রহস্য উন্মোচনের জন্য বিজ্ঞানী মাকসুদুল আলমকে গবেষনার সুযোগ করে দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক কৃষিমন্ত্রীকেও সভায় ধন্যবাদ জানানো হয়।