নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: যথাযর্থ মর্যাদায় সোনারগাঁয়ে ২১ ফেব্রুয়ারী ও আর্ন্তজাতিক মাতৃভাষা পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ২১ ফেব্রুয়ারী প্রথম প্রহরে উপজেলা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, পুলিশ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
২১শে প্রথম প্রহরে প্রথমে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুর রহমান, সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মুন্না, সোনারগাঁ থানার ওসি তদন্ত তবিদ রহমান।
এরপর উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানান, সাবেক এমপি কায়সার হাসনাত, নারায়নগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য মাহফুজুর রহমান কালাস, যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, জেলা পরিষদ সদস্য মোস্তাফিজুর রহমান মাসুমসহ অন্যান্য নেতাকর্মীরা।
এরপর শহীদ মিনারে পুস্পস্তপক অর্পন করেন বিভিন্ন পেশা শ্রেণীর মানুষ, সাংবাদিক সংগঠনসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।