নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়নগঞ্জ সোনারগাঁ হাফেজ ছাত্রদের সংবর্ধনা ও সন্মাননা প্রধানের মাধ্যমে সোনারগাঁ সাংবাদিক কল্যান ফাউন্ডেশনের আত্বপ্রকাশ।
২২ মার্চ বুধবার নয়াপুর বাজার আনোয়ারা সুপার মার্কেটের দ্বিতীয় তলা অফিসে হাফেজ ছাত্রদের সংবর্ধনা ও সন্মাননা প্রধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোনারগাঁও সাংবাদিক কল্যান ফাউন্ডেশনের পক্ষে প্রতিজন হাফেজ ছাত্রদের হাতে একটি জায়নামাজ,একটি পাগড়ি,একটি মেশওয়াক,একটি তবলিছড়া,একটি আতরের শিশি ও রমজানের রোজা রেখে ইফতার করার জন্য আধাকেজী খেজুর উপহার দেয়া হয়। সোনারগাঁ সাংবাদিক কল্যান ফাউন্ডেশনের সভাপতি ফারুক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: আবু জাফর চৌধুরী বিরু (সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, নারায়নগঞ্জ জেলা আওয়ামীলীগ ও সাবেক সাংগঠনিক সম্পাদক-স্বাধীনতা চিকিৎসক পরিষদ(স্বাচিপ) বিশেষ কাজে দেশের বাহিরে অবস্থান করায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন আলহাজ্ব মাওলানা দাউদুর রহমান,নানাখী মধ্যপাড়া জামে মসজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত গোলাম মোস্তফা-ঈমাম ও খতীব নয়াপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, মুফতি বেলাল হুসাইন, সালাউদ্দিন মোল্লা মাসুম-সাবেক সভাপতি সাদিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ, মো সাদিপুর ইউনিয়ন -প্যানেল চেয়ারম্যান আল আমিন সরকার, কাঁচপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহবুব পারভেজ-সভাপতি , রাসেল মাহমুদ-সভাপতি প্রার্থী সাদিপুর ইউপি স্বেচ্ছাসেবকলীগ,মো: জুয়েল সরকার সাবেক সহ-সভাপতি সাদিপুর ইউপি ছাত্রলীগ। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক কাজী মশিউর রহমান উজ্জ্বল,মাসুদ মিয়া মাসুম,আওয়ামীলীগ নেতা আবুল কাসেম সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
এ সময় প্রধান অতিথি দাউদুর রহমান বলেন, সোনারগাঁ সাংবাদিক কল্যান ফাউন্ডেশন একটি সময়োপযোগী সংগঠন। যেখানে অসহায় মানুষের পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্য কাজ করা হয়। সত্য ও ন্যায়ের পথে বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহ করতে গিয়ে কোন সাংবাদিক বিপদে পড়লে তাকে সংগঠনের পক্ষে সর্বোচ্চ সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
সভাপতি ফারুক বলেন, সোনারগাঁ সাংবাদিক কল্যান ফাউন্ডেশনের মূল লক্ষ্যই হচ্ছে পারস্পরিক সহযোগিতা। পথ চলতে কোন সাংবাদিক সহকর্মীকে বিপদ আপদে সহযোগিতা করতে হবে।
উপস্থিত ছিলেন, কার্যকরী কমিটির সভাপতি মো: ফারুক হোসেন-দৈনিক জনকণ্ঠ, মো: রুহুল আমিন,সহ-সভাপতি দৈনিক ইনকিলাব, কাজী সালাউদ্দিন,সহ-সভাপতি দৈনিক অগ্রবানী প্রতিদিন, এস এম নাসের-দৈনিক দেশ, আক্তার হোসেন- সাধারণ সম্পাদক, দৈনিক নওরোজ, কাজী নেওয়াজ শরীফ,দৈনিক স্বাধীন বাংলাদেশ-যুগ্ম সাধারণ সম্পাদক, দ্বীন ইসলাম- যুগ্ম সাধারণ সম্পাদক, সোলাইমান-সাংগঠনিক সম্পাদক-বাংলাদেশ বুলেটিন, আকাশ-সহ সাংগঠনিক সম্পাদক, কবি জামান ভুইয়া- দৈনিক বাংলার চেখ-অর্থ সম্পাদক, পরিমল বিশ্বাস প্রচার সম্পাদক, তানভীর, দৈনিক অগ্রবানী প্রতিদিন-দপ্তর সম্পাদক, শাহিন-দৈনিক মুক্ত খবর, প্রচার ও প্রকাশনা সম্পাদক, কার্যকরী সদস্য- মনির হোসেন,দৈনিক বাংলাদেশের আলো,আনোয়ার-দৈনিক রুদ্রবার্তা,সজিব হোসেন- দৈনিক অপরাধ রিপোর্ট, জাহাঙ্গীর -দৈনিক কালের সমাজ, সোহাগ-সাপ্তাহিক অপরাধ বিচিত্রা।