নিউজ সোনারগাঁটটুয়েন্টিফোর ডটকমঃ সোনারগাঁয়ের করোনা আক্রান্ত রোগীদের প্রাথমিক চিকিৎসা দিতে ডাক্তার ও নার্সদের সুরক্ষা নিশ্চিত করতে মোগরাপাড়া চৌরাস্তা এলাকার পুরান সেবা হাসপাতালে বাজারের তৈরী রেইনকোট দিয়ে তৈরী করা হলো পিপিই (পারসোনাল প্রটেকশন ইকুইভমেন্ট)। বাজারে পিপিই’র সাময়িক ঘাড়তি থাকায় বিকল্প হিসেবে তারা এ পদ্ধতিতে পিপিই তৈরী করেছে। তবে তাদের তৈরী পিপিই শতভাগ কাজ না করলেও প্রাথমিক প্রকেটশন হিসেবে তারা এটি ব্যবহার করবে।
এ ব্যাপারে পুরান সেবা ক্লিনিকের পরিচালক ড. নুরে আলম জানান, করোনা রোগীকে সেবা দেয়ার জন্য ডাক্তার ও নার্সদের প্রটেকশনের জন্য পিপিই বাধ্যতামুলক। কিন্তু বর্তমান বাজারে পিপিই পর্যাপ্ত না থাকায় প্রাথমিক ধাপে করোনা রোগীকে প্রাথমিক সেবা দেয়ার জন্য বাজারের তৈরী রেইনকোট দিয়ে আমরা পিপিই তৈরী করেছি। আশা করি এতে করোনা আক্রান্ত রোগীকে কিছুটা হলেও চিকিৎসা দিতে পারবো।
এ ব্যাপারে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার জানান, রেইনকোর্টের তৈরী পিপিই শতভাগ কাজ করবে না। যদিও মার্কেটে পিপিই পাওয়া যাচ্ছে না সে ক্ষেত্রে রেইনকোর্টের তৈরী পিপিই কিছুটা হলেও সুরক্ষা দিতে পারে।