সোনারগাঁয়ে আজও কোন করোনা রোগী সনাক্ত
- আপডেট টাইম : শনিবার, জানুয়ারি ২৩, ২০২১
নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলায় (২৩ জানুয়ারী) শনিবার ১৯ জনের করোনা ভাইরাসের নমুনা পরিক্ষায় কারো দেহে করোনা সনাক্ত হয়নি।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: পলাশ কুমার সাহা জানান, শনিবার পাওয়া তথ্যে ১৯ জনের নমুনা পরিক্ষা করে কারো দেহে করোনা সনাক্ত হয়নি। বর্তমানে সোনারগাঁয়ে করোনা আক্রান্তের সংখ্যা ৮০৪ জন, নতুন একজন সুস্থসহ মোট সুস্থ হয়েছেন ৭৬০ জন মৃত্যুবরন করেছে ২৬ জন।
সর্বশেষ প্রাপ্ত ১৯ জনের ফলাফল অনুযায়ী ১৯ জনই COVID-19 নেগেটিভ এসেছে।

নেগেটিভের তালিকা : –
১. জসিম উদ্দিন, ৫৫ বছর
দুধঘাটা, পিরোজপুর।
২. মোঃ মারুফ, ১৯ বছর
চৌরাস্তা, মোগরাপাড়া।
৩. ইয়াসফা, ৫ বছর
কাজীরগাঁও, শম্ভুপুরা।
৪. হালিমা, ৪২ বছর
হামসাদী, বৈদ্যের বাজার।
৫. রোকন, ১৯ বছর
কাদিরগঞ্জ, পিরোজপুর।
৬. হাসিবুল রহমান, ৩০ বছর
নিউ টাউন, পিরোজপুর।
৭. তাসনিম বিনতে হারুন, ২৪ বছর
পৌর ভবনাথপুর, আমিনপুর।
৮. শেখ ফরিদ, ২৭ বছর
বটেরকান্দি, সনমান্দী।
৯. জামিল, ২৬ বছর
নিউ টাউন, পিরোজপুর।
১০. মোঃ রাজু, ২৫ বছর
বস্তল, জামপুর।
১১. আফতাব উদ্দিন, ৮০ বছর
ভারগাঁও, সাদীপুর।
১২. সেজান, ১৯ বছর
দূর্গাপ্রসাদ, শম্ভুপুরা।
১৩. আমান উল্লাহ, ৬৮ বছর
বাড়ী মজলিশ, মোগরাপাড়া।
১৪. আরিফ, ১২ বছর
ভবনাথপুর, পিরোজপুর।
১৫. আবু বক্কর, ১৮ বছর
হামসাদী, বৈদ্যের বাজার।
১৬. আলী হায়দার, ৩৫ বছর
কাজীরগাঁও, শম্ভুপুরা।
১৭. সাফিয়া, ৪০ বছর
সাহাপুর, আমিনপুর।
১৮. হারুন অর রশিদ, ৫০ বছর
দূর্গাপ্রসাদ, শম্ভুপুরা।
১৯. মহিউদ্দিন, ২২ বছর
চৌরাস্তা, মোগরাপাড়া।
*** কোভিড-১৯ এর জাতীয় গাইডলাইনের ৮ম সংস্করণ অনুযায়ী নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে নিম্নোক্ত ১ জন সুস্থতা লাভ করেছেন :-
১. আহসান, ৫০ বছর
মোগরাপাড়া, মোগরাপাড়া।
অদ্যাবধি COVID-19 সনাক্তকৃত রোগী- ৮০৪ জন (মৃত্যু-২৬ জন)
অদ্যাবধি সুস্থতা লাভ করেছেন- ৭৬০ জন।
সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন, মানবিক আচরণ করুন।