এ নিয়ে সোনারগাঁয়ে ৪৬৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে নতুন করে সুস্থ হয়েছেন ৭ জন, মোট সুস্থ ৩৯৪ জন, মৃত্যু বরণ করেছেন ১৬জন। বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন ৫০ জন।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার পলাশ কুমার সাহা বুধবর সকালে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার পলাশ কুমার সাহা জানান, আজ নতুন করে ১৭ জনের নমুনার রির্পোট পেয়েছি তার মধ্যে ২ জন পুরুষ ও ১জন মহিলার দেহে করোনা সনাক্ত হয়েছে। বর্তমানে সোনারগাঁয়ে করোনা আক্রান্তর সংখ্যা ৪৬৩ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩৯৪ জন, মৃত্যুবরণ করছেন ১৬জন আর চিকিৎসা নিচ্ছেন ৫০ জন।
তার দেয়া তথ্য মতে মোগরাপাড়া কাবিরগঞ্জ১ জন মহিলা, পিরোজপুর নয়াগাও ১ জন পুরুষ ও শম্ভুপুরা দুর্গাপ্রসাদ ১জন পুরুষ কোভিট ১৯ আক্রান্ত হয়েছেন।
তিনি আরো জানান, এ পর্যন্ত সোনারগাঁ থেকে ২০৪১ জনের নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য পাঠানো হয়। পরিক্ষা শেষে ৪৬৩ জনের করোনা রোগী সনাক্ত হয়। এদের মধ্যে ১৬ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। এ পর্যন্ত ৩৯৪ জন সুস্থ হয়েছেন।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে পাওয়া তথ্য নিম্নে দেয়া হল:
সর্বশেষ প্রাপ্ত ১৭ জনের ফলাফল অনুযায়ী ৩ জন COVID-19 পজিটিভ এবং ১৪ জন নেগেটিভ এসেছে।
৩ জন পজেটিভের মধ্যে ২ জন প্রাপ্তবয়স্ক পুরুষ ও ১ জন প্রাপ্তবয়স্কা মহিলা।
তন্মধ্যেঃ
১জন পুরুষ – নয়াগাঁও, পিরোজপুর।
১ জন মহিলা – কাবিলগঞ্জ, মোগরাপাড়া।
১জন পুরুষ – দুর্গা প্রসাদ, শম্ভূপুরা।
নেগেটিভের তালিকাঃ
১. মোঃ ফজলুল হক, ৬৮ বছর
পাকুন্ডা, জামপুর।
২. মাজেদা আক্তার, ৪০ বছর
কাঁচপুর, কাঁচপুর।
৩. মোঃ আলমগীর হোসেন, ৪৮ বছর
উপজেলা কোয়ার্টার(পদ্মা-০১), আমিনপুর।
৪. আসিয়া বেগম, ২৬ বছর
সোনকান্দা, সনমান্দী।
৫. হালিমা বেগম, ৭০ বছর
সাতভাইয়াপাড়া, বৈদ্যেরবাজার।
৬. জাকির হোসেন, ৩৬ বছর
কাঁচপুর, কাঁচপুর।
৭. হেলেনা আক্তার, ৪০ বছর
খাগুটিয়া, আমিনপুর।
৮. আয়নাল হক, ২৭ বছর
পশ্চিম সনমান্দী, সনমান্দী।
৯. মোঃ নূর উদ্দিন, ৩৩ বছর
টিপরদী, আমিনপুর।
১০. আলমগীর হোসেন, ৫০ বছর
মল্লিকপাড়া, আমিনপুর।
১১. মাহফুজা আরা, ৩৫ বছর
দুর্গা প্রসাদ, শম্ভূপুরা।
১২. অন্তরা, ২৪ বছর
সোনাপুর, কাঁচপুর।
১৩. অনিক, ৩০ বছর
হাতকোপা, আমিনপুর।
১৪. লামিয়া, ২১ বছর
হাতকোপা, আমিনপুর।
* কোভিড-১৯ এর জাতীয় গাইডলাইনের ৭ম সংস্করণ অনুযায়ী নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে নিম্নোক্ত ৭ জন সুস্থতা লাভ করেছেনঃ-
১. মোঃ হাবিল উদ্দিন, ৩৫ বছর
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সোনারগাঁ।
২. এস.আই. আমিনুল, ৩০ বছর
সোনারগাঁ থানা, সোনারগাঁ।
৩. সোনিয়া, ২৭ বছর
দামোদরদী, বৈদ্যেরবাজার।
৪. মুক্তা, ১৪ বছর
দামোদরদী, বৈদ্যেরবাজার।
৫. নার্গিস , ৩৫ বছর
দামোদরদী, বৈদ্যেরবাজার।
৬. হরিদাস, ৪৮ বছর
সাহাপুর, আমিনপুর।
৭. মোঃ দেলোয়ার হোসেন, ৩৫ বছর
সোনাপুর, কাঁচপুর।
সর্বমোট COVID-19 পজিটিভ রোগী – ৪৬৩ জন।
সর্বমোট COVID-19 জনিত মৃত্যু -১৬ জন।
সর্বমোট সুস্থতা লাভ করেছেন -৩৯৪ জন।
সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন, মানবিক আচরণ করুন।