নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলায় (২ ফেব্রুয়ারি) সোমবার পাওয়া তথ্যে একজন মৃত্যুবরণ করেছেন বাকি ৪ জনের করোনা ভাইরাসের নমুনা পরিক্ষায় কারো দেহে করোনা সনাক্ত হয়নি।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: পলাশ কুমার সাহা জানান, সোমবার পাওয়া তথ্যে ৪ জনের নমুনা পরিক্ষা করে কারো দেহে করোনা সনাক্ত হয়নি। তবে গত ১২ জানুয়ারী তারিখে নমুনা পরিক্ষা করে পিরোজপুর ভবনাথপুর এলাকার এক জনের দেহে করোনা সনাক্ত হয় পরে আইসোলেশনে থাকাকালীন সময়ে তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। বর্তমানে সোনারগাঁয়ে করোনা আক্রান্তের সংখ্যা ৮০৮ জন, নতুন একজন সুস্থসহ মোট সুস্থ হয়েছেন ৭৬৯ জন মৃত্যুবরন করেছে ২৮ জন।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য বিভাগের পাওয়া তথ্য অনুয়ারী : সর্বশেষ প্রাপ্ত ৪ জনের ফলাফল অনুযায়ী ৪ জনই COVID-19 নেগেটিভ এসেছে।
নেগেটিভের তালিকা : – ১. বিপ্লব, ৩৮ বছর বাড়ী রঘুভাঙ্গা, আমিনপুর। ২. হাসনা বেগম, ৬৫ বছর কৃষ্ণপুরা, আমিনপুর। ৩. নাজমা, ৪৫ বছর গোচাইট, আমিনপুর। ৪. সুমন, ৪০ বছর গোবিন্দপুর, আমিনপুর।
* মৃত্যুর তথ্য :- ১৭ বছর বয়সী ১ জন পুরুষ (ভবনাথপুর, পিরোজপুর) ১২.০১.২০২১ খ্রিঃ তারিখে অত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নমুনা প্রদান করেন এবং ১৩.০১.২০২১ খ্রিঃ তারিখের প্রাপ্ত ফলাফল অনুযায়ী পজিটিভ হন। পরবর্তীতে ১৮.০১.২০২১ খ্রিঃ তারিখে হোম আইসোলেশনে থাকাকালীন শারীরিক অবস্থার অবনতি ঘটলে হাসপাতালে নেওয়ার পথেই দুপুর ০১:৩০ টায় মৃত্যুবরণ করেন।
অদ্যাবধি COVID-19 সনাক্তকৃত রোগী- ৮০৮ জন (মৃত্যু-২৮ জন) অদ্যাবধি সুস্থতা লাভ করেছেন- ৭৬৯ জন। সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন, মানবিক আচরণ করুন।