নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দিনে দিনে বেড়েই চলছে। প্রতিদিনই নমুনা সংগ্রহের তুলনায় আক্রান্তের সংখ্যা গড়ে ৩০ শতাংশের বেশী। তবে আক্রান্তের সংখ্যা বেশী হওয়ার পরও দিনের শেষে সুস্থতার সংখ্যাও বাড়ছে।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী সোনারগাঁয়ে বর্তমানে করোনা রোগীর সংখ্যা ৩২০জন। এরমধ্যে মৃত্যুবরণ করেছে ১৪ জন আর সুস্থ হয়েছেন ১৪৭জন। যা আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৪৫.৯৩ শতাংশ। এদের মধ্যে সবাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেয়া নির্দেশনা অনুযায়ী বাড়ীতে চিকিৎসা নিয়েই সুস্থ হয়েছেন। এদের মধ্যে ২/১ শ্বাসকষ্ট নিয়ে ঢাকা মেডিকেল ও অন্যান্য বেসরকারী হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন। নিদিষ্ট চিকিৎসার পর প্রত্যেক রোগীর নমুনা সংগ্রহ করে পরপর দুটি টেষ্ট নেগেটিভ আসলে তাকে সুস্থ বলে ছাড়পত্র দেয়া হয়। এরমধ্যে অনেক রোগী চিকিৎসা নেয়ার পর প্রথম নমুনার রির্পোট একবার নেগেটিভ আসলেও পরের নমুনা পরিক্ষার রির্পোট ফের পজেটিভ আসে। এসব রোগীর ক্ষেত্রে পুনরায় চিকিৎসা দিয়ে পরপর দুটি রির্পোট নেগেটিভ আসলেই তাকে সুস্থ বলে ছাড় দেন উপজেলা স্বাস্থ্য বিভাগ।
সোনারগাঁয়ে গত ১৩ এপ্রিল প্রথম করোনা রোগী সনাক্ত হয়। এরপর থেকে আজ পর্যন্ত সোনারগাঁয়ে করোনা রোগীর সংখ্যা ৩২০জনে দাড়িয়েছে। এ পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩০২টি। তার মধ্যে মারা গেছেন ১৪জন।