নিউজ সোনারগাঁ টুূয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলায় (২১আগস্ট) ২১ জনের নমুনা পরিক্ষার রির্পোটে ১ জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। নমুনা সংগ্রহের তুলনায় আক্রান্তের সংখ্যা ৪.৭ শতাংশ। বর্তমানে সোনারগাঁয়ে করোনা আক্রান্তের সংখ্যা ৫২৩ জন। মোট সুস্থ হয়েছেন ৪৭৯ জন, মোট মৃত্যু বরণ করেছেন ২১ জন। বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন ২৩ জন।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার পলাশ কুমার সাহা শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেন।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার পলাশ কুমার সাহা জানান, আজ নতুন করে ২১ জনের নমুনার রির্পোট পেয়েছি তার মধ্যে ১ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। বর্তমানে সোনারগাঁয়ে করোনা আক্রান্তর সংখ্যা ৫২৩ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪৭৯ জন, মৃত্যুবরণ করছেন ২১ জন আর চিকিৎসা নিচ্ছেন ২৩ জন।
তিনি আরো জানান, এ পর্যন্ত সোনারগাঁ থেকে ২২২০ জনের নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য পাঠানো হয়। পরিক্ষা শেষে ৫২৩ জনের করোনা রোগী সনাক্ত হয়। এদের মধ্যে ২১ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। এ পর্যন্ত ৪৭৯ জন সুস্থ হয়েছেন।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে পাওয়া তথ্য নিম্নে দেয়া হল:সর্বশেষ প্রাপ্ত ২১ জনের ফলাফল অনুযায়ী ১ জন COVID-19 পজিটিভ ও ২০ জন COVID-19 নেগেটিভ এসেছে।
➕ পজিটিভের তথ্যঃ
১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ- বানীনাথপুর, আমিনপুর।
➖ নেগেটিভের তালিকাঃ
১. রোজিনা, ৩৫ বছর
বাংলাবাজার, সনমান্দি।
২. মোস্তফা কামাল, ৪০ বছর
ফুলবাড়িয়া, মোগরাপাড়া।
৩. মোঃ ইমরুল হোসাইন, ২৪ বছর
ছোট সাদিপুর, মোগরাপাড়া।
৪. আতাবুর রহমান, ৫০ বছর
গোয়ালদি, আমিনপুর।
৫. রাসেল, ২৫ বছর
বাড়িমজলিশ, মোগরাপাড়া।
৬. আবু তালেব, ২৬ বছর
বাড়িমজলিশ, মোগরাপাড়া।
৭. মামুন, ২৭ বছর
বাড়িমজলিশ, মোগরাপাড়া।
৮. জহুরা বেগম, ৪০ বছর
সোনাপুর, কাঁচপুর।
৯. ম্যারিনা, ৩৫ বছর
সোনাপুর, কাঁচপুর।
১০. শাহীদা বেগম, ৫০ বছর
হাতকোপা, আমিনপুর।
১১. শ্যামল দাস, ৫৫ বছর
কৃষ্ণপুরা, আমিনপুর।
১২. তৃপ্তি রায়, ২৫ বছর
বানীনাথপুর, আমিনপুর।
১৩. খাদিজা, ২৫ বছর
কৃষ্ণপুরা, আমিনপুর।
১৪. নুরুল হক, ৫০ বছর
এক্সিম ব্যাংক লিঃ, মোগরাপাড়া।
১৫. রওশন আরা, ৪১ বছর
সোনাপুর, কাঁচপুর।
১৬. সোনিয়া, ২৩ বছর
হাড়িয়া, বৈদ্যেরবাজার।
১৭. রেহানা বেগম, ৬০ বছর
জয়রামপুর, আমিনপুর।
১৮. আমিনুল ইসলাম, ২৩ বছর
বাড়িমজলিশ, মোগরাপাড়া।
১৯. মাহিন, ১০ বছর
অনন্তমুছা, আমিনপুর।
২০. মহিউল আলম, ৩২ বছর
লস্করদি,গজারিয়া, মুন্সীগঞ্জ।
সর্বমোট COVID-19 পজিটিভ রোগী- ৫২৩ জন।
সর্বমোট COVID-19 জনিত মৃত্যু-২১ জন।
সর্বমোট সুস্থতা লাভ করেছেন-৪৭৯ জন।
সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন, মানবিক আচরণ করুন।