নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলায় (৮ অক্টোবর) বৃহস্পতিবার ৫ জনের নমুনা পরীক্ষার রির্পোটে ৫ জনের করোনা নেগেটিভ এসেছে। যা নমুনা সংগ্রহের তুলনায় আক্রান্তের সংখ্যা শতকরা ০০ শতাংশ। বর্তমানে সোনারগাঁয়ে করোনা আক্রান্তের সংখ্যা ৬০৫ জন। নতুন করে ৪ জন সুস্থসহ মোট সুস্থ হয়েছেন ৫৬৩ জন, মোট মৃত্যবরণ করেছেন ২২ জন।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার পলাশ কুমার সাহা বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার পলাশ কুমার সাহা জানান, আজ নতুন করে ৫ জনের নমুনার রির্পোটে ৫ জনের দেহে করোনা রোগী সনাক্ত হয়নি। বর্তমানে সোনারগাঁয়ে করোনা আক্রান্তর সংখ্যা ৬০৫ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫৬৩জন, মোট মৃত্যুবরণ করছেন ২২ জন।
তিনি আরো জানান, এ পর্যন্ত সোনারগাঁ থেকে ২৭০৫ জনের নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য পাঠানো হয়। পরিক্ষা শেষে ৬০৫ জনের করোনা রোগী সনাক্ত হয়। এদের মধ্যে ২২ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। এ পর্যন্ত ৫৬৬ জন সুস্থ হয়েছেন।
নিম্নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাপ্ত তথ্য দেয়া হলো:
সর্বশেষ প্রাপ্ত ৫ জনের ফলাফল অনুযায়ী ৫ জনই COVID-19 নেগেটিভ এসেছে।

নেগেটিভের তালিকাঃ
১. সিরাজুল, ৫৮ বছর কুচিয়ামোড়া, মদনপুর, বন্দর, নারায়ণগঞ্জ। ২. ইমাম হোসেন, ২৩ বছর প্রতাপের চর, পিরোজপুর। ৩. সাইফুল আলম, ৩৯ বছর ঝাউচর, পিরোজপুর। ৪. খোকন, ৩৫ বছর পিরোজপুর, পিরোজপুর। ৫. আব্দুল কাইয়ুম, ২৪ বছর প্রতাপের চর, পিরোজপুর।
* কোভিড-১৯ এর জাতীয় গাইডলাইনের ৭ম সংস্করণ অনুযায়ী নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে নিম্নোক্ত ৩ জন সুস্থতা লাভ করেছেনঃ-
১. কামরুন্নাহার, ৪১ বছর বাড়ী মজলিশ, মোগরাপাড়া। ২. শাহাদাৎ হোসেন, ৩৯ বছর দৈলেরবাগ, আমিনপুর। ৩. সৈয়দ, ৪৫ বছর গোয়ালদী, আমিনপুর।
অদ্যাবধি COVID-19 সনাক্তকৃত রোগী- ৬০৫ জন (মৃত্যু-২২ জন) অদ্যাবধি সুস্থতা লাভ করেছেন- ৫৬৯ জন।
সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন, মানবিক আচরণ করুন।