• সকাল ৭:৪৫ মিনিট শনিবার
  • ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ঋতু : গ্রীষ্মকাল
  • ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
এই মাত্র পাওয়া খবর :
অনলাইনে মনোনয়নপত্র জমা দিলেন মাহফুজুর রহমান কালাম সোনারগাঁয়ে প্রাথমিকে অনলাইন বদলী আবেদনে অনিয়মের অভিযোগ জামপুরে ৪টি ওয়ার্ডের নেতাকর্মী নিয়ে বাবুল ওমরের নির্বাচনী প্রচারনা সভা সোনারগাঁয়ে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে নেতাকর্মী বেচা-কেনার হিড়িক সোনারগাঁয়ে নেতাকর্মী বেচা-কেনার হিড়িক সোনারগাঁয়ে করোনা যোদ্ধাকে ডাকাত আখ্যা দিয়ে হত্যার চেষ্টা সোনারগাঁয়ে যাত্রীবাহি বাসের ধাক্কায় অটোচালক নিহত সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত সোনারগাঁ জাদুঘরে ১৫ দিনব্যাপী বৈশাখী মেলা সোনারগাঁয়ে মোটর সাইকেলে বেড়ানোর কথা বলে শিশুকে ধর্ষণ ঈদে গরীবের ভাগ্যেও জুটছেনা ছাডি মাংস ঈদে গবীরের মাংসের বদলে ভরসা ছাডি মাংস সোনারগাঁ উপজেলা কেন্দ্রীয় মসজিদে ঈদের জামাতের সময় সুচি সৌদি আরবের সঙ্গে মিল রেখে সোনারগাঁয়ের বাংলা বাজারে ঈদের জামাত আদায় সোনারগাঁয়ে গরুর মাংস কিনতে না পেরে মুরগী কিনতেও নাজেহার গরীর মানুষ সোনারগাঁয়ে গরুর মাংস ব্যবসায়ীরা বেপরোয়া সোনারগাঁয়ে আলোর পথ সমাজ কল্যাণ সংস্থার খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ সোনারগাঁয়ে ইট ভাটায় হামলা গাড়ি ভাংচুর ও হামলায় আহত ৫। সোনারগাঁয়ে বেড়েছে গরুর মাংসের দাম সোনারগাঁয়ে সাংবাদিক ও সুধী জনের সন্মানে জাগো সোনারগাঁও২৪.কমের ইফতার
স্বাস্থ্য কমপ্লেক্সের সেকমো’র বিরুদ্ধে ২য় স্ত্রী’র বিভিন্ন দপ্তরে অভিযোগ

স্বাস্থ্য কমপ্লেক্সের সেকমো’র বিরুদ্ধে ২য় স্ত্রী’র বিভিন্ন দপ্তরে অভিযোগ

Logo


নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো) জাহাঙ্গীর আলম রাসেলের বিরুদ্ধে দ্বিতীয় স্ত্রীকে মর্যাদা না দেওয়া ও ভরন পোষন না দেওয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে অভিযোগ দায়ের করেছেন। দ্বিতীয় স্ত্রী সোনিয়া আক্তার গতকাল বুধবার সকালে তিনি রেজিষ্ট্রি ডাকের মাধ্যমে ডিজির বরাবর এ অভিযোগ দায়ের করেন। এছাড়াও তিনি এ অভিযোগের অনুলিপি পাঠিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ পুলিশ সুপার, নারায়ণগঞ্জ সিভিল সার্জন, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। এর আগে তিনি এ বিষয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

(সেকমোর) দ্বিতীয় স্ত্রী সোনিয়া আক্তার অভিযোগে উল্লেখ করেন, প্রায় ৬ বছর আগে তার ছেলের শারিরিক অসুস্থ্যতার জন্য বিকেল বেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে যান। ওই সময় সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো) জাহাঙ্গীর আলম রাসেল নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে তার ছেলের চিকিৎসা করেন। ওই সময় সোনিয়ার মোবাইল নাম্বার কৌশলে সংগ্রহ করে রাখেন জাহাঙ্গীর আলম। ২/৩দিন পর তার ছেলের শারিরিক সুস্থ্যতার খবর নিতে গিয়ে তাদের মধ্যে সখ্যতা গড়ে উঠে। তারপর থেকে বিভিন্ন সময়ে তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে কথাবর্তা হয়। এক পর্যায়ে জাহাঙ্গীর আলম রাসেল ও সোনিয়ার শারিরিক সম্পর্ক গড়ে উঠে। পরবর্তীতে স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ড বয় মোস্তাফার বাড়িতে গিয়ে মসজিদের ইমামের মাধ্যমে তারা বিয়ে করেন। এ বিয়ে স্ত্রী সোনিয়া রেজিষ্ট্রি করতে চাপ দিলে তাদের মধ্যে দ্বন্ধ শুরু হয়। সেকমো জাহাঙ্গীর আলম তাকে দ্বিতীয় স্ত্রীর মর্যাদা দিতে অস্বীকার করেন। প্রথম স্ত্রী জান্নাতুল কোবরাও এ স্বাস্থ্য কমপ্লেক্সের একই পদে চাকুরি করছেন। স্থানীয়দের অভিযোগ, সেকমো রাসেল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা নারী রোগীদের বেøকমেইল করে নাম্বার সংগ্রহ করে তাদের সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন।

 

এ ব্যাপারে অভিযুক্ত সেকমো জাহাঙ্গীর আলম রাসেলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, আমাকে সে বøাকমেইল করছে। এগুলো ভিত্তিহীন ও মিথ্যা। এটা নিয়ে মিমাংসার চেষ্টা চলছে। সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা

ডা. পলাশ কুমার সাহা বলেন, অভিযোগের অনুলিপি এখনো পাইনি। অভিযোগের সত্যতা পেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।


Logo

Website Design & Developed By MD Fahim Haque - Web Solution