উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে এই প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার অন্জন কুমার সরকারের সভাপতিত্বে প্রস্তুতিমুলক সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হালিমা সুলতানা হক, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির,সোনারগাঁ থানার অপারেশন (ওসি) আলমগীর হোসেন হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাকিবা সুলতানা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এন এম ইয়াছিনুল হাবীব,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমা আক্তার, উপজেলা প্রকল্প উন্নয়ন কর্মকর্তা মোঃ সাইদুর ইসলাম, ইউডিএফ শাহানারা আঁচল, আনসার ভিডিপির অফিসার রাজন সরকার, ফায়ার সার্ভিস কর্মকর্তা নিত্য গোপাল সরকার নৌপুলিশ কর্মকর্তা হালিম, নারায়ণগন্জ জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিপন সরকার, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি লোকনাথ দত্ত, সাধারণ সম্পাদক এড.প্রদীপ কুমার ভৌমিক, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সোনারগাঁয়ের সভাপতি নির্মল কুমার সাহাসহ বিভিন্ন মন্দির কমিটির সদস্যগন।

সোনারগাঁয়ে সুষ্ঠ ও সুন্দরভাবে আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপনে এলাকার আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মন্দিরগুলোতে পুলিশের পাশপাশি বাড়তি আনসার সদস্য মোতায়েনের সিন্ধান্ত গৃহিত হয়।