• ভোর ৫:২২ মিনিট শনিবার
  • ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ঋতু : গ্রীষ্মকাল
  • ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
এই মাত্র পাওয়া খবর :
অনলাইনে মনোনয়নপত্র জমা দিলেন মাহফুজুর রহমান কালাম সোনারগাঁয়ে প্রাথমিকে অনলাইন বদলী আবেদনে অনিয়মের অভিযোগ জামপুরে ৪টি ওয়ার্ডের নেতাকর্মী নিয়ে বাবুল ওমরের নির্বাচনী প্রচারনা সভা সোনারগাঁয়ে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে নেতাকর্মী বেচা-কেনার হিড়িক সোনারগাঁয়ে নেতাকর্মী বেচা-কেনার হিড়িক সোনারগাঁয়ে করোনা যোদ্ধাকে ডাকাত আখ্যা দিয়ে হত্যার চেষ্টা সোনারগাঁয়ে যাত্রীবাহি বাসের ধাক্কায় অটোচালক নিহত সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত সোনারগাঁ জাদুঘরে ১৫ দিনব্যাপী বৈশাখী মেলা সোনারগাঁয়ে মোটর সাইকেলে বেড়ানোর কথা বলে শিশুকে ধর্ষণ ঈদে গরীবের ভাগ্যেও জুটছেনা ছাডি মাংস ঈদে গবীরের মাংসের বদলে ভরসা ছাডি মাংস সোনারগাঁ উপজেলা কেন্দ্রীয় মসজিদে ঈদের জামাতের সময় সুচি সৌদি আরবের সঙ্গে মিল রেখে সোনারগাঁয়ের বাংলা বাজারে ঈদের জামাত আদায় সোনারগাঁয়ে গরুর মাংস কিনতে না পেরে মুরগী কিনতেও নাজেহার গরীর মানুষ সোনারগাঁয়ে গরুর মাংস ব্যবসায়ীরা বেপরোয়া সোনারগাঁয়ে আলোর পথ সমাজ কল্যাণ সংস্থার খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ সোনারগাঁয়ে ইট ভাটায় হামলা গাড়ি ভাংচুর ও হামলায় আহত ৫। সোনারগাঁয়ে বেড়েছে গরুর মাংসের দাম সোনারগাঁয়ে সাংবাদিক ও সুধী জনের সন্মানে জাগো সোনারগাঁও২৪.কমের ইফতার
এবারের আইপিএলে কোন দল কেমন হলো দেখে নিন এক নজরে

এবারের আইপিএলে কোন দল কেমন হলো দেখে নিন এক নজরে

Logo


ভারতের জয়দেবপুরে মঙ্গলবার হয়ে গেলো আইপিএলের আসন্ন মৌসুমের খেলোয়াড় বাছাই তথা নিলাম। ৩৫১ জন দেশী-বিদেশী খেলোয়াড়দের মধ্য থেকে নিলামের মাধ্যমে নিজেদের দল গুছিয়ে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এ নিলামে বিক্রি হয়েছেন ৬০ জন দেশী-বিদেশী ক্রিকেটার।

সবচেয়ে বেশি ৮ কোটি ৪০ লাখ ভারতীয় রূপিতে বিক্রি হয়েছেন দুই ভারতীয় ক্রিকেটার জয়দেব উনাদকাত (রাজস্থান রয়্যালস) ও বরুন চক্রবর্তী (কিং এলেভেন পাঞ্জাব)। আর বিদেশীদের মধ্যে সবচেয়ে বেশি ৭ কোটি ২০ লক্ষ রুপিতে বিক্রি হয়েছেন ইংলিশ অলরাউন্ডার স্যাম কুরান।

চলুন এক নজরে দেখে নেয়া যাক আইপিএলের ৮ দলের স্কোয়াড:

মুম্বাই ইন্ডিয়ান্স:
রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, জাসপ্রিত বুমরাহ, ক্রুনাল পান্ডিয়া, ইশান কিশান, সূর্যকুমার যাদভ, মায়াঙ্ক মারকান্ডে, রাহুল চাহার, অনুকূল রয়, সিদ্ধেশ লাড, আদিত্য তারে, কুইন্টন ডি কক, এভিন লুইস, কাইরন পোলার্ড, বেন কাটিং, মিচেল ম্যাকলেনাঘান, অ্যাডাম মিলনে ও জেসন বেহেন্ডরফ, বারিন্দার স্রান, লাসিথ মালিঙ্গা, যুবরাজ সিং, আনমোলপ্রিত সিং, পঙ্কজ জাসওয়াল ও রাসিখ ধর।

সানরাইজার্স হায়দ্রাবাদ:
সাকিব আল হাসান, ডেভিড ওয়ার্নার, ইউসুফ পাঠান, রশিদ খান, বিলি স্ট্যানলেক, কেন উইলিয়ামসন, মোহাম্মদ নাবী, ভুবনেশ্বর কুমার, মানিশ পান্ডে, থাঙ্গারাসু নটরঞ্জন, রিকি ভুই, সন্দ্বীপ শর্মা, শ্রিভাস্ত গোস্বামি, সিদ্ধার্থ কাউল, খলিল আহমেদ, বাসিল আহমেদ, দ্বীপক হুদা, জনি বেয়ারস্টো, ঋদ্ধিমান সাহা ও মার্টিন গাপটিল।

রাজস্থান রয়্যালস:
আজিঙ্কা রাহানে, কৃষ্ণাপ্পা গোথাম, সাঞ্জু স্যামসন, শ্রেয়াশ গোপাল, আরিয়ামান বিরলা, মিধুন, প্রশান্ত চোপড়া, স্টুয়ার্ট বিনি, রাহুল ত্রিপাঠি, বেন স্টোকস, স্টিভ স্মিথ, জস বাটলার, জোফ্রা আর্চার, ইশ সোধি, ধাওয়াল কুলকার্নি, মাহিপাল লোমরর, জয়দেব উনাদকাত, বরুন অরুন, ওশেন থমাস, অ্যাশটন টার্নার, লিয়াম লিভিংস্টোন, শশাঙ্ক সিং, রিয়ান পরাগ, মনন ভোরা ও শুভাম রঞ্জন।

চেন্নাই সুপার কিংস:
মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না, ফাফ ডু প্লেসি, মুরালি বিজয়, রবিন্দ্র জাদেজা, স্যাম বিলিংস, মিচেল স্যান্টনার, ডেভিড উইলি, ডোয়াইন ব্রাভো, শেন ওয়াটসন, লুঙ্গি এনগিডি, ইমরান তাহির, কেদার জাদভ, আম্বাতি রাইডু, হরভজন সিং, দ্বীপক চাহার, আসিফ, কার্ন শর্মা, ধ্রুব শোরে, জগদীশন, শার্দুল ঠাকুর, মোনু কুমার, চৈতন্য বিষ্ণ, মোহিত শর্মা রাতুরাজ গাইকোয়াদ।

কিংস ইলেভেন পাঞ্জাব:
লোকেশ রাহুল, ক্রিস গেইল, অ্যান্ড্রু টাই, মায়াঙ্ক আগারওয়াল, অঙ্কিত রাজপুত, মুজিব উর রহমান, করুন নায়ার, ডেভিড মিলার, রবিচন্দন অশ্বিন, বরুন চক্রবর্তী, স্যাম কুরান, মোহাম্মদ শামী, প্রভু সিমরান সিং, নিকোলাস পুরান, ময়সেস হেনরিকস, হারদুস ভিলজেন, দর্শন নলকান্দে, সরফরাজ খান, আর্শদ্বীপ সিং, অগ্নিবেশ আয়াচি, হারপ্রিত ব্রার ও মুরুগান অশ্বিন।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর:
ভিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, পার্থিব প্যাটেল, ইয়ুজভেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর, পবন নেগি, নাথান কাউল্টার নিল, মঈন আলি, মোহাম্মদ সিরাজ, কলিন ডি গ্র্যান্ডহোম, টিম সাউদি, উমেশ যাদভ, নবদ্বীপ সাইনি, কুলওয়ান্ত খেরজ্রোলিয়া, শিভাম দুবে, শিমরন হেটমায়ার, আকশদ্বীপ নাথ, প্রয়াস বর্মন, হিম্মত সিং, গুরকিরাত সিং মান, হেনরিখ ক্লাসেন, দেব্দুত পাদিকাল ও মিলিন্দ কুমার।

কলকাতা নাইট রাইডার্স:
দীনেশ কার্তিক, রবিন উথাপ্পা, ক্রিস লিন, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, শুবমান গিল, পিয়ুশ চাওলা, কুলদ্বীপ যাদভ, প্রাসিদ কৃষ্ণা, শিভাম মাভি, নিতিশ রানা, রিংকু সিং ও কমলেশ নাগারকোটি, কার্লোস ব্রাথওয়েট, লকি ফার্গুসন, জো ডেনলি, হ্যারি গার্নি, নিখিল নায়েক, শ্রিকান্ত মুন্ধে, পৃথ্বি রাজ ইয়ারা ও আনরিচ নর্তজে।

দিল্লী ক্যাপিট্যালস:
শ্রেয়াশ আইয়ার, রিশাব পান্ত, পৃথ্বী শ, অমিত মিশ্র, আভেশ খান, হার্শাল প্যাটেল, রাহুল তেওয়াতিয়া, জায়ান্ত যাদভ, মানজোত কালরা, কলিন মুনরো, ক্রিস মরিস, কাগিসো রাবাদা, সান্দ্বীপ লামিচানে, ট্রেন্ট বোল্ট, কলিন ইনগ্রাম, অক্ষর প্যাটেল, হানুমা বিহারী, শেরফান রাদারফোর্ড, ইশান্ত শর্মা, কেমো পল, জালাজ সাক্সেনা, অঙ্কুশ বাইনস, নাথু সিং ও বান্দারু আয়াপ্পা।


Logo

Website Design & Developed By MD Fahim Haque - Web Solution