• সকাল ৬:৩২ মিনিট মঙ্গলবার
  • ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ঋতু : গ্রীষ্মকাল
  • ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
এই মাত্র পাওয়া খবর :
নারায়ণগঞ্জ পল­ী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি পালন সোনারগাঁয়ে তিনদিন ব্যাপী ফায়ার সার্ভিসেরর স্বেচ্ছাসেবক প্রশিক্ষন সোনারগাঁয়ে আস্থা ফিডে সেনা প্রধান সোনারগাঁয়ে উপজেলা নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ সোনারগাঁও পৌরসভায় কালামের কেন্দ্র কমিটির সভা সোনারগাঁয়ে বিশ বছর পর বাকপ্রতিবন্ধী ভাইকে ফিরে পেলেন তার বড় ভাই মাহফুজুর রহমান কালামকে বিজয়ী করেতে জামপুরে আলোচনা সভা সোনারগাঁয়ে প্রার্থীতা ফিরে পেলেন ৫ প্রার্থী সোনারগাঁয়ে ভবন ঘেঁষে মাটি খনন, ভেঙ্গে পড়লো পাশের স্থাপনা কালাম একমাত্র যোগ্য প্রার্থী, উপজেলা নির্বাচনে তাকে ভোট দিন: ডা. বিরু সোনারগাঁয়ে সার্বজনীন পেনশন মেলা ও স্পট রেজিষ্ট্রেশন কার্যক্রম উদ্ধোধন বন্দর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাকসুদ চেয়ারম্যানের বিরুদ্ধে বউয়ের মামলা সোনারগাঁয়ে ৩ চেয়ারম্যান প্রার্থীসহ ৯ প্রার্থীর মনোনয়ন বৈধ, ৪ জন বাতিল সোনারগাঁয়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুবককে অপহরন করে নির্যাতনের অভিযোগ সানাউল্লাহকে ডাকাত আখ্যা দিয়ে হত্যা চেষ্টা ও ১৫ মামলার আসামী গ্রেপ্তার বন্দরে ইউএনও অফিসের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যের আত্মহত্যা সোনারগাঁয়ে ২দিন ধরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ সোনারগাঁয়ে দুই ব্যাক্তি আটক, ৪৯ লাখ জাল টাকা উদ্ধার অনলাইনে মনোনয়নপত্র জমা দিলেন আজিজুল ইসলাম মুকুল সোনারগাঁয়ে ৩ চেয়ারম্যান প্রার্থীসহ ১৪ জনের মনোনয়নপত্র দাখিল
ক্যারিবীয়দের ‘শারীরিক শক্তি’কেই যত ভয় টাইগারদের

ক্যারিবীয়দের ‘শারীরিক শক্তি’কেই যত ভয় টাইগারদের

Logo


ফরম্যাট যত ছোট হবে, ওয়েস্ট ইন্ডিজ তত ভয়ানক হবে- ক্যারিবীয় ক্রিকেট দলের ব্যাপারে এটা একপ্রকার প্রমাণিত সত্য। যে কারণে বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে কেবল ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটারদেরই জয়জয়কার। এর পেছনে মূল কারণ বলতে গেলে ক্যারিবীয়দের পেশির জোর।

অন্য সাধারণ ক্রিকেটাররা যে বল টাইমিংয়ে গড়বড় করলে ধরা পড়েন বাউন্ডারির কাছে ফিল্ডারের হাতে, সেখানে ক্যারিবীয় ক্রিকেটাররা গড়বড়ে শট খেলেও পেয়ে যান ছক্কা। হাতের পেশি ও কব্জির জোর এতোটাই বেশি যে বড় বড় ছক্কা হাঁকাতে খুব একটা বেগ পেতে হয় না তাদের।

শনিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মাশরাফি সাফ জানিয়ে দেন অন্তত ক্যারিবীয় খেলোয়াড়দের পাওয়ার হিটিংয়ের ব্যাপারে সতর্ক থাকতে হবে তার দলকে। যে কারণে এখনই আগ বাড়িয়ে সিরিজের সম্ভাব্য ফলাফল কিংবা নিজেদের লক্ষ্যের ব্যাপারে কিছু বলতে রাজি হননি মাশরাফি। এর চেয়ে বরং ম্যাচ বাই ম্যাচ এগুনোই ভালো হবে বলে মনে করেন টাইগার অধিনায়ক।

তিনি বলেন, ‘প্রথম ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। দেখা যাক কাল (রোববার) কেমন হয়। আর ওয়েস্ট ইন্ডিজ আসলে ওয়ানডে কিংবা টি-টোয়েন্টিতে অনেক ভালো দল। তাদের মাসল পাওয়ার অনেক বেশি। এই ধরনের ফরম্যাটে একজন বা দুইজনই কিন্তু ম্যাচ ঘুরিয়ে দেয়। সাম্প্রতিক সময়ে এই জায়গাটায় ওদের কয়েকজন আছে এমন যারা প্রতিপক্ষ বোলিংকে স্রেফ গুঁড়িয়ে দিতে পারে।’

মাশরাফি আরও যোগ করেন, ‘ওদের বিপক্ষে সীমিত ওভারে খেলতে নামলে এই বিষয়টা (পাওয়ার হিটিং) খেয়াল রাখা খুবই জরুরী। তবে আসলে তিনটা ম্যাচের কথা তো এখনই বলা যায় না। ওদের জন্য ফরম্যাট যত ছোট হবে তত বেশি সহজ হবে। আমার কাছে মনে হয় প্রথম ম্যাচের দিকেই ফোকাস থাকাই বেশি ভালো।’

ওয়ানডে ক্রিকেটে চলতি বছরটা খুব একটা খারাপ কাটেনি। ঘরের মাঠে সবশেষ জিম্বাবুয়ে সিরিজেও মিলেছে হোয়াইটওয়াশ করে জয়ের স্বাদ। এর আগে এশিয়া কাপেও ফাইনালে খেলেছে দল। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে জেতার সুখস্মৃতি তো এখনো টাটকা। এসব মিলিয়ে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটা ইতিবাচক থেকে ফুরফুরে মেজাজেই নামার সুযোগ রয়েছে বাংলাদেশ দলের সামনে।

তবে টাইগার দলপতি বিষয়টি ঠিক এমনভাবে দেখছেন না। তার মতে টেস্ট সিরিজ যেমনই হোক না কেন, ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজ সহজে পার পাওয়া যাবে না।

মাশরাফি বলেন, ‘আসলে ক্রিকেটের ফরম্যাট তো একেকটা একেকরম। টেস্টে যেমন গেছে ওয়ানডেতেও তেমন যাবে সেটা বলা যায় না। কাজেই যারা ফর্মে আছে তাদের দায়িত্ব আরও বেশি। এশিয়া কাপ থেকে অবশ্যই এই ফরম্যাটে ভাল খেলছে দল। আশা করি ছন্দ ধরে রাখতে পারলে (জিততে) সুবিধা হবে।’

এসএএস/এমকেএইচ


Logo

Website Design & Developed By MD Fahim Haque - Web Solution