• সকাল ১০:২১ মিনিট রবিবার
  • ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ঋতু : গ্রীষ্মকাল
  • ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে আস্থা ফিডে সেনা প্রধান সোনারগাঁয়ে উপজেলা নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ সোনারগাঁও পৌরসভায় কালামের কেন্দ্র কমিটির সভা সোনারগাঁয়ে বিশ বছর পর বাকপ্রতিবন্ধী ভাইকে ফিরে পেলেন তার বড় ভাই মাহফুজুর রহমান কালামকে বিজয়ী করেতে জামপুরে আলোচনা সভা সোনারগাঁয়ে প্রার্থীতা ফিরে পেলেন ৫ প্রার্থী সোনারগাঁয়ে ভবন ঘেঁষে মাটি খনন, ভেঙ্গে পড়লো পাশের স্থাপনা কালাম একমাত্র যোগ্য প্রার্থী, উপজেলা নির্বাচনে তাকে ভোট দিন: ডা. বিরু সোনারগাঁয়ে সার্বজনীন পেনশন মেলা ও স্পট রেজিষ্ট্রেশন কার্যক্রম উদ্ধোধন বন্দর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাকসুদ চেয়ারম্যানের বিরুদ্ধে বউয়ের মামলা সোনারগাঁয়ে ৩ চেয়ারম্যান প্রার্থীসহ ৯ প্রার্থীর মনোনয়ন বৈধ, ৪ জন বাতিল সোনারগাঁয়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুবককে অপহরন করে নির্যাতনের অভিযোগ সানাউল্লাহকে ডাকাত আখ্যা দিয়ে হত্যা চেষ্টা ও ১৫ মামলার আসামী গ্রেপ্তার বন্দরে ইউএনও অফিসের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যের আত্মহত্যা সোনারগাঁয়ে ২দিন ধরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ সোনারগাঁয়ে দুই ব্যাক্তি আটক, ৪৯ লাখ জাল টাকা উদ্ধার অনলাইনে মনোনয়নপত্র জমা দিলেন আজিজুল ইসলাম মুকুল সোনারগাঁয়ে ৩ চেয়ারম্যান প্রার্থীসহ ১৪ জনের মনোনয়নপত্র দাখিল তাপদাহের প্রভাব পড়েছে সোনারগাঁয়ের বাজার ও মার্কেটগুলোতে মাহফুজুর রহমান কালামের নির্বাচনী প্রচারনায় নেতাকর্মীর ঢল
তামিম সব সইতে রাজি

তামিম সব সইতে রাজি

Logo


গত ৮ মার্চ মাশরাফি বিন মুর্তজা অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর পর তামিমের কাঁধে তুলে দেওয়া হয় ওয়ানডের নেতৃত্ব। এখনও মাঠে নামা না হলেও নেতৃত্বের চাপ সামলানো নিয়ে অনেক ‘চাপ’ই সইতে হচ্ছে তাকে। ২০১৯ বিশ্বকাপের পর শ্রীলঙ্কার বিপক্ষে খেলা তিনটি ওয়ানডেতে অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন তামিম। ওই তিন ম্যাচের প্রতিটিতে হেরেছিল বাংলাদেশ। আর ব্যাটসম্যান তামিম করেছিলেন যথাক্রমে ০, ১৯ ও ২।

গত প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টিতেও তামিমের নেতৃত্বে সাফল্য আসেনি। ফলে আন্তর্জাতিক ম্যাচে অধিনায়ক হিসেবে নামার আগেই সমালোচনার মুখোমুখি হতে হয়েছে তাকে। মঙ্গলবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অধিনায়কত্ব নিয়ে নানা প্রশ্নের উত্তর দিতে হয়েছে এই ওপেনারকে।

সেখানে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নেতৃত্বের জায়গায় সবকিছু সইতে রাজি তিনি। অতীত উদাহরণ টেনে ওয়ানডে অধিনায়কের বক্তব্য, ‘সত্যি কথা বলতে আমি যত সমালোচনার শিকার হয়েছি, আমার মনে হয় না কোনও ক্রিকেটার এভাবে হয়েছে। আমার সঙ্গে কারণে-অকারণে এমনটা হয়েছে। তবে সেগুলো নিয়ে ভাবছি না। আমি যখন অধিনায়কের দায়িত্ব গ্রহণ করেছি, তখন আমি নিশ্চিত ছিলাম আমার কাছে অনেক রকম প্রশ্ন আসবে, অনেক সমালোচনা আসবে। আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ মনে হয়, নিজের দায়িত্বে ঠিক থাকা। আমি একটাই কথা বলবো আমি সমালোচনার জন্য প্রস্তুত।’

সঙ্গে যোগ করলেন, ‘পাশাপাশি আমি সম্মানিত, রোমাঞ্চিত বোধ করছি। এখন কথা হচ্ছে যখনই আপনি আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন, তখন চাপ সবসময়ই থাকবে। গুরুত্বপূর্ণ হচ্ছে, সেটা আপনি কীভাবে মানিয়ে নিচ্ছেন।’

ঘরোয়া ক্রিকেটের দুটি টুর্নামেন্টে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা কাজে লাগবে বলে জানালেন তামিম, ‘এটা একটা ভালো দিক বলতে পারেন যে, আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়কত্ব শুরু করার আগে আমি দুটি টুর্নামেন্টে অধিনায়কত্ব করতে পেরেছি। মহামারীর কারণে দুর্ভাগ্যবশত আমরা বেশ কিছু সিরিজ মিস করেছি। দুটো টুর্নামেন্টই আমার জন্য কঠিন ছিল। কঠিন ছিল বলে অনেক কিছু শিখতে পেরেছি। যদি ভালো করে থাকি তাহলে সেটা সামনে এগিয়ে নেবো।’

গত কয়েক বছর ধরে নিজের খেলার ধরনে কিছুটা পরিবর্তন এনেছেন তামিম। যার ফলে দেশসেরা ওপেনারের স্ট্রাইক রেট নিচের দিকে নেমে গেছে। তামিমের এমন স্লো ব্যাটিংয়ের কারণে নিচের দিকের ব্যাটসম্যানদের ওপর চাপ পড়ে। ফলে তারাও অস্বস্তি নিয়ে ব্যাটিং করেন। এই প্রসঙ্গ নিয়ে প্রশ্ন উঠতেই বিরক্তি প্রকাশ পেলো তামিমের কথায়, ‘প্রত্যেক প্রেস কনফারেন্সে এই প্রসঙ্গে আমার কথা বলতে হয়। আমি কী করি আমি তা বলবো না। সবচেয়ে ভালো হবে যদি আপনারা পরিসংখ্যান ঘেঁটে দেখেন। এই প্রশ্নের একই উত্তর দিতে আমি আর উপভোগ করছি না। আপনি পরিসংখ্যান দেখলেই এর ভালো উত্তর পেয়ে যাবেন।’ বাংলা ট্রিভিউন


Logo

Website Design & Developed By MD Fahim Haque - Web Solution