• সকাল ৭:৫০ মিনিট বুধবার
  • ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ঋতু : গ্রীষ্মকাল
  • ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ৩ চেয়ারম্যান প্রার্থীসহ ৯ প্রার্থীর মনোনয়ন বৈধ, ৪ জন বাতিল সোনারগাঁয়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুবককে অপহরন করে নির্যাতনের অভিযোগ সানাউল্লাহকে ডাকাত আখ্যা দিয়ে হত্যা চেষ্টা ও ১৫ মামলার আসামী গ্রেপ্তার বন্দরে ইউএনও অফিসের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যের আত্মহত্যা সোনারগাঁয়ে ২দিন ধরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ সোনারগাঁয়ে দুই ব্যাক্তি আটক, ৪৯ লাখ জাল টাকা উদ্ধার অনলাইনে মনোনয়নপত্র জমা দিলেন আজিজুল ইসলাম মুকুল সোনারগাঁয়ে ৩ চেয়ারম্যান প্রার্থীসহ ১৪ জনের মনোনয়নপত্র দাখিল তাপদাহের প্রভাব পড়েছে সোনারগাঁয়ের বাজার ও মার্কেটগুলোতে মাহফুজুর রহমান কালামের নির্বাচনী প্রচারনায় নেতাকর্মীর ঢল সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগ সোনারগাঁ থেকে বাড়ি ফেরার পথে লাশ হলেন পিতা-পুত্র তীব্র গরমের কারনে প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষনা খুলবে ২৮ এপ্রিল! অনলাইনে মনোনয়নপত্র জমা দিলেন মাহফুজুর রহমান কালাম সোনারগাঁয়ে প্রাথমিকে অনলাইন বদলী আবেদনে অনিয়মের অভিযোগ জামপুরে ৪টি ওয়ার্ডের নেতাকর্মী নিয়ে বাবুল ওমরের নির্বাচনী প্রচারনা সভা সোনারগাঁয়ে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে নেতাকর্মী বেচা-কেনার হিড়িক সোনারগাঁয়ে নেতাকর্মী বেচা-কেনার হিড়িক সোনারগাঁয়ে করোনা যোদ্ধাকে ডাকাত আখ্যা দিয়ে হত্যার চেষ্টা সোনারগাঁয়ে যাত্রীবাহি বাসের ধাক্কায় অটোচালক নিহত
হতবাক আকরাম নিজেও

হতবাক আকরাম নিজেও

Shakib Al Hasan of Bangladesh appeals for lbw against Kieran Powell of West Indies during day 3 of the 2nd Test between West Indies and Bangladesh at Sabina Park, Kingston, Jamaica, on July 14, 2018. / AFP PHOTO / Randy Brooks
Logo


দেশি-বিদেশি গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে খবরটি। ক্রিকেটের দীর্ঘ সংস্করণে খেলতে চান না সাকিব আল হাসান। কিন্তু বিসিবি ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারেননি। তিনি নাকি বিষয়টা সম্পর্কে কিছুই জানেন না, ‘সেটা কি সে বলেছে নাকি? এ ব্যাপারে আমি কিছুই জানি না।’

আকরাম খান বিষয়টি মানতেই পারছেন না। কারণ টেস্ট অধিনায়ক কেন খেলতে চাইবে না। সেটা মাথায় ঢুকছে না তার, ‘ও তো টেস্ট খেলছে। টেস্ট অধিনায়কই সে।’ নিশ্চিত না হলেও খবরটা শুনে হতবাক করে দিয়েছে বাংলাদেশের সাবেক এই অধিনায়ককে, ‘শুনে আমার খুব খারাপ লাগছে। কিন্তু এমনটা তো হওয়া উচিত নয়।’

দক্ষিণ আফ্রিকা সফর মিস করেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। তবে তিন সংস্করণেই সাকিবের মতো দেশের গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের দেখতে চান দেশের সাবেক এই তারকা ক্রিকেটার, ‘দক্ষিণ আফ্রিকা সফরে সে যায়নি ঠিকই। কিন্তু সে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। আমাদের ক্রিকেট যে অবস্থায় আছে, আমি মনে করি তিনটা সংস্করণেই সে আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং সেরা দল করতে হলে দরকারি সব খেলোয়াড়দের আমরা খেলাব।’

শিশির পড়ায় টেস্টে দলের পারফরম্যান্স ভালো হয়নি। সঙ্গে নাকি ছিল না ভালো প্রস্তুতি। গণমাধ্যমে এমন অজুহাতই দেখিয়ে ছিলেন দলের বিভিন্ন খেলোয়াড়। কিন্তু এটা মানতে পারছেন না বিসিবির সাবেক এই প্রধান নির্বাচক, ‘খেলোয়াড়রা হয় নির্বাচকদের বলবে। আপনাদের বললে তো সমস্যার সমাধান হবে না। আমাদের বলা উচিত। আমরা আছিই তো প্রতিটি সমস্যার সমাধানের জন্য।’

জিম্বাবুয়ে সিরিজ অক্টোবরে কি না? সিরিজের সময়সূচি নিয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি আকরাম খান, ‘না, আগের মতোই আছে শিডিউলটা। আমরা আগানোর চেষ্টা করছি।’

মোস্তাফিজুর রহমানের ইনজুরি ম্যানেজমেন্ট নিয়ে এই মুহূর্তে অপারেশন্স কমিটির কোনো পরিকল্পনা নেই। আকরাম খান জানালেন তাও, ‘সব সময় না। দু’বার হয়েছে। বাইরে খেলেছে তো অনেকগুলো। আর ইনজুরি তো কারো ইচ্ছে করে হয় না। আপ্রাণ চেষ্টা করে খুব ভালো ফিট হলো এবং শ্রীলঙ্কার সঙ্গে চার দিনের ম্যাচও খেলেছে এবং আছে ওয়েস্ট ইন্ডিজ সফরে। আমার মনে হয় পুরোপুরি ফিট আছে বিধায় ম্যাচ খেলেছে এবং সে ভালো করবে আশা করি।’

ওয়েস্ট ইন্ডিজে টেস্টের পারফরম্যান্স নিয়ে আকরাম বলেন, ‘এই জন্যই তো আমরা আলোচনা করেছি। যেহেতু প্রত্যাশা অনুযায়ী আমরা ভালো খেলতে পারিনি। এটা মাঝে মধ্যেই হয় কিন্তু এত খারাপ হবে চিন্তাও করিনি। এবং এখান থেকে আমরা কি করে বেরিয়ে আসব কারণ সামনে ওয়ানডে আছে, টি-টোয়েন্টি আছে। সেইগুলো যদি আমরা ভালো খেলতে পারি সেটা নিয়েই আলাপ আলোচনা হচ্ছিল।’

দেশের ক্রিকেটারদের টেস্টের দুর্বলতা নিয়ে আকরাম বলেন, ‘যখনই আপনি খারাপ খেলবেন, নেতিবাচক দিকগুলো তো উঠে আসবেই এবং সত্যি কথা বলতে টেস্টে অনেকটাই নির্ভর করে বোলারদের ওপর। যদিও আমরা প্রথম টেস্টের প্রথম ইনিংসে ভালো ব্যাটিং করিনি। দল হিসেবে আমরা আগের টেস্টগুলো কিন্তু মোটামুটি ভালো খেলেছি। নিউজিল্যান্ড, ভারত তারপর শ্রীলঙ্কায় শততম টেস্ট যেটা খেললাম। সেটায় জিতেছি। তো এখন সময় খারাপ যাচ্ছে। আমরা ওয়ানডেতে মোটামুটি একটা ভালো অবস্থানে আছি। আমাদের টেস্ট ও টি-টোয়েন্টিতে আরো উন্নতি করতে হবে।’


Logo

Website Design & Developed By MD Fahim Haque - Web Solution