• রাত ১১:০০ মিনিট বুধবার
  • ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ঋতু : গ্রীষ্মকাল
  • ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
এই মাত্র পাওয়া খবর :
বন্দর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাকসুদ চেয়ারম্যানের বিরুদ্ধে বউয়ের মামলা সোনারগাঁয়ে ৩ চেয়ারম্যান প্রার্থীসহ ৯ প্রার্থীর মনোনয়ন বৈধ, ৪ জন বাতিল সোনারগাঁয়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুবককে অপহরন করে নির্যাতনের অভিযোগ সানাউল্লাহকে ডাকাত আখ্যা দিয়ে হত্যা চেষ্টা ও ১৫ মামলার আসামী গ্রেপ্তার বন্দরে ইউএনও অফিসের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যের আত্মহত্যা সোনারগাঁয়ে ২দিন ধরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ সোনারগাঁয়ে দুই ব্যাক্তি আটক, ৪৯ লাখ জাল টাকা উদ্ধার অনলাইনে মনোনয়নপত্র জমা দিলেন আজিজুল ইসলাম মুকুল সোনারগাঁয়ে ৩ চেয়ারম্যান প্রার্থীসহ ১৪ জনের মনোনয়নপত্র দাখিল তাপদাহের প্রভাব পড়েছে সোনারগাঁয়ের বাজার ও মার্কেটগুলোতে মাহফুজুর রহমান কালামের নির্বাচনী প্রচারনায় নেতাকর্মীর ঢল সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগ সোনারগাঁ থেকে বাড়ি ফেরার পথে লাশ হলেন পিতা-পুত্র তীব্র গরমের কারনে প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষনা খুলবে ২৮ এপ্রিল! অনলাইনে মনোনয়নপত্র জমা দিলেন মাহফুজুর রহমান কালাম সোনারগাঁয়ে প্রাথমিকে অনলাইন বদলী আবেদনে অনিয়মের অভিযোগ জামপুরে ৪টি ওয়ার্ডের নেতাকর্মী নিয়ে বাবুল ওমরের নির্বাচনী প্রচারনা সভা সোনারগাঁয়ে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে নেতাকর্মী বেচা-কেনার হিড়িক সোনারগাঁয়ে নেতাকর্মী বেচা-কেনার হিড়িক সোনারগাঁয়ে করোনা যোদ্ধাকে ডাকাত আখ্যা দিয়ে হত্যার চেষ্টা
চৈতি কম্পোজিটের নিরাপত্তা কর্মীদের সাথে স্থানীয়দের সংঘর্ষ রাবার বুলেট নিক্ষেপ আহত-৫

চৈতি কম্পোজিটের নিরাপত্তা কর্মীদের সাথে স্থানীয়দের সংঘর্ষ রাবার বুলেট নিক্ষেপ আহত-৫

Logo


নিউজ সোনারগাঁ২৪ডটকমঃ জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শুক্রবার সকালে সোনারগাঁয়ে চৈতি কম্পোজিটের নিরাপত্তাকর্মীদের সাথে স্থানীয় এলাকাবাসী ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় চৈতি কম্পোজিটের নিরাপত্তাকর্মীরা স্থানীয়দের উপর রাবার বুলেট নিক্ষেপ করে। এতে ৫ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স্থানীয়রা জানায়, উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে টিপরদী এলাকার চৈতি কম্পোজিট লিমিটেড এর মালিক আবুল কালামের লোকজন শুক্রবার সকালে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ছোট শিলমান্দি মৌজার একটি বিরোধপূর্ন জমিতে দেয়াল দিয়ে দখল করার চেষ্টা করে। এ সময় টিপরদী জামাল উদ্দিনের ছেলে সাকিল তার লোকজন দিয়ে বাঁধা দেয় এবং চৈতি কম্পোজিটের দেয়া দেয়াল ভেঙ্গে ফেলার চেষ্টা করে। এতে চৈতি কম্পোজিটের পক্ষে তার নিরাপত্তাকর্মীরা বাঁধা দিলে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় চৈতির নিরাপত্তাকর্মীরা রাবার বুলেট নিক্ষেপ করলে সাকিল, তানজিল, মিজুসহ ৫ জন আহত হয়। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে গেলে চৈতির নিরাপত্তা কর্মীরা পুলিশের সামনে রাবার বুলেট ছুড়ে স্থানীয়দের ধাওয়া দেয়। পরে স্থানীয়রা একত্রিত হয়ে পুলিশ ও নিরাপত্তা কর্মীদের ইট পাটকেল ছুড়ে ধাওয়া দেয়। পরে পুলিশের সুষ্ট সমাধান করে দিবে এ আশ্বাসে স্থানীয়রা শান্ত হয়।

এ ব্যাপারে আহত জাকিল জানায়, আমার পৈত্রিক বসতবাড়ি জোর পূর্বক দখল করে প্রাচীর নির্মাণর কাজ করতে যায় চৈতি কম্পোজিটের লোকজন। এ সময় আমি সহ আমার লোকজন নির্মাণ কাজে বাঁধা দিলে তারা নির্মাণ কাজ বন্ধ রেখে, চৈত গ্রুপের মালিক আবুল কালামের ভাড়াটে লোকজন সোনারগাঁ থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে সন্ত্রাসীরা নির্মাণ কাজ আবারো শুরু করে। নির্মাণ কাজ পুনরায় শুরু করায় আমি ও আমার লোকজন ফের বাঁধা দিতে গেলে পুলিশের উপস্থিতিতে আবুল কালামের ভাড়াটে সন্ত্রাসীরা আমাদের উপর ছোঁড়া গুলিতে ছুড়ে। এসময় পুলিশ নীরব ভূমিকা পালন করে উল্টো সন্ত্রাসীদের পক্ষ নেয়।

এ ব্যাপারে চৈতি কম্পোজিটের এজিএম মিজানুর রহমান জানান, আমাদের জমিতে গত ২ বছর আগে দেয়াল কে বা করা সকাল বেলা ভাঙ্গতে আসে। এ সময় আমাদের ফ্যাক্টরীর লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ তাদের বাধা দেয়। এতে তারা বাঁধা না মানলে পুলিশ তাদের উপর রাবার বুলেট নিক্ষেপ করে। এতে আমাদের নিরাপত্তা কর্মীরা জড়িত নয়।

এ ব্যাপারে সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান জানান, দু’পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ দু রাউন্ট ফাঁকাগুলি ছুড়ে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।


Logo

Website Design & Developed By MD Fahim Haque - Web Solution