• রাত ১১:৪১ মিনিট মঙ্গলবার
  • ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ঋতু : গ্রীষ্মকাল
  • ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
এই মাত্র পাওয়া খবর :
শম্ভুপুরার চরকিশোরগঞ্জ ও চরহোগরার জাল ভোট ঠেকাতে চ্যালেঞ্জের মুখে প্রশাসন ‘যারা আনারসে ভোট দিতে চান, কেন্দ্রে আইসেন, না দিতে চাইলে ঘরে থাইকেন’ বাবুল ওমরের হুমকি-ধামকিতে ভোটের মাঠে প্রভাব পড়েছে আনারস প্রতিকের সোনারগাঁয়ে চোরাই মোবাইলসহ সাতজন গ্রেফতার  আজ থেকে কালাম আমার পরিবারের একজন সদস্য আওয়ামীলীগ নেতা বিরুর বংশ উচ্ছেদের হুমকির ঘটনায় বাবুল ওমরকে শোকজ ঘোড়াকে জয়ী করতে নির্বাচনী মাঠে কাঁচপুরের খাঁন পরিবার ঘোড়ার পক্ষে যু্বলীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেনের উঠান বৈঠক উপজেলা আওয়ামীলীগের নীতি নির্ধারক সোহাগ রনি? সোনারগাঁয়ে গত ৯ দিন ধরে দুই সহোদর নিখোঁজ সোনারগাঁয়ে দুই কোটি টাকার ইয়াবা জব্দ, ১কারবারি গ্রেপ্তার আমান খাঁনের উদ্যোগে কাঁচপুরে কালামের নির্বাচনী প্রচারনা সভা আড়াইহাজারে নির্বাচনী আচারন বিধি লঙ্ঘনের অভিযোগ হুইপ বাবুর বিরুদ্ধে আড়াইহাজারে নির্বাচনী আচারন বিধি লঙ্ঘন হুইপ বাবুর বিরুদ্ধে বন্দরের নতুন চেয়ারম্যান মাকসুদ চেয়ারম্যান নারায়ণগঞ্জ পল­ী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি পালন সোনারগাঁয়ে তিনদিন ব্যাপী ফায়ার সার্ভিসেরর স্বেচ্ছাসেবক প্রশিক্ষন সোনারগাঁয়ে আস্থা ফিডে সেনা প্রধান সোনারগাঁয়ে উপজেলা নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ সোনারগাঁও পৌরসভায় কালামের কেন্দ্র কমিটির সভা
চৈতি কম্পোজিটের নিরাপত্তা কর্মীদের সাথে স্থানীয়দের সংঘর্ষ রাবার বুলেট নিক্ষেপ আহত-৫

চৈতি কম্পোজিটের নিরাপত্তা কর্মীদের সাথে স্থানীয়দের সংঘর্ষ রাবার বুলেট নিক্ষেপ আহত-৫

Logo


নিউজ সোনারগাঁ২৪ডটকমঃ জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শুক্রবার সকালে সোনারগাঁয়ে চৈতি কম্পোজিটের নিরাপত্তাকর্মীদের সাথে স্থানীয় এলাকাবাসী ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় চৈতি কম্পোজিটের নিরাপত্তাকর্মীরা স্থানীয়দের উপর রাবার বুলেট নিক্ষেপ করে। এতে ৫ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স্থানীয়রা জানায়, উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে টিপরদী এলাকার চৈতি কম্পোজিট লিমিটেড এর মালিক আবুল কালামের লোকজন শুক্রবার সকালে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ছোট শিলমান্দি মৌজার একটি বিরোধপূর্ন জমিতে দেয়াল দিয়ে দখল করার চেষ্টা করে। এ সময় টিপরদী জামাল উদ্দিনের ছেলে সাকিল তার লোকজন দিয়ে বাঁধা দেয় এবং চৈতি কম্পোজিটের দেয়া দেয়াল ভেঙ্গে ফেলার চেষ্টা করে। এতে চৈতি কম্পোজিটের পক্ষে তার নিরাপত্তাকর্মীরা বাঁধা দিলে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় চৈতির নিরাপত্তাকর্মীরা রাবার বুলেট নিক্ষেপ করলে সাকিল, তানজিল, মিজুসহ ৫ জন আহত হয়। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে গেলে চৈতির নিরাপত্তা কর্মীরা পুলিশের সামনে রাবার বুলেট ছুড়ে স্থানীয়দের ধাওয়া দেয়। পরে স্থানীয়রা একত্রিত হয়ে পুলিশ ও নিরাপত্তা কর্মীদের ইট পাটকেল ছুড়ে ধাওয়া দেয়। পরে পুলিশের সুষ্ট সমাধান করে দিবে এ আশ্বাসে স্থানীয়রা শান্ত হয়।

এ ব্যাপারে আহত জাকিল জানায়, আমার পৈত্রিক বসতবাড়ি জোর পূর্বক দখল করে প্রাচীর নির্মাণর কাজ করতে যায় চৈতি কম্পোজিটের লোকজন। এ সময় আমি সহ আমার লোকজন নির্মাণ কাজে বাঁধা দিলে তারা নির্মাণ কাজ বন্ধ রেখে, চৈত গ্রুপের মালিক আবুল কালামের ভাড়াটে লোকজন সোনারগাঁ থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে সন্ত্রাসীরা নির্মাণ কাজ আবারো শুরু করে। নির্মাণ কাজ পুনরায় শুরু করায় আমি ও আমার লোকজন ফের বাঁধা দিতে গেলে পুলিশের উপস্থিতিতে আবুল কালামের ভাড়াটে সন্ত্রাসীরা আমাদের উপর ছোঁড়া গুলিতে ছুড়ে। এসময় পুলিশ নীরব ভূমিকা পালন করে উল্টো সন্ত্রাসীদের পক্ষ নেয়।

এ ব্যাপারে চৈতি কম্পোজিটের এজিএম মিজানুর রহমান জানান, আমাদের জমিতে গত ২ বছর আগে দেয়াল কে বা করা সকাল বেলা ভাঙ্গতে আসে। এ সময় আমাদের ফ্যাক্টরীর লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ তাদের বাধা দেয়। এতে তারা বাঁধা না মানলে পুলিশ তাদের উপর রাবার বুলেট নিক্ষেপ করে। এতে আমাদের নিরাপত্তা কর্মীরা জড়িত নয়।

এ ব্যাপারে সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান জানান, দু’পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ দু রাউন্ট ফাঁকাগুলি ছুড়ে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।


Logo

Website Design & Developed By MD Fahim Haque - Web Solution