‘সমাজ উন্নয়ণে অসামান্য অবদান রাখা নারী’ ক্যাটাগরিতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা পুরস্কার পেয়েছেন মুক্তিযোদ্ধা কন্যা আলেয়া বেগম। আজ সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এই আয়োজন করেন।

বেগম রোকেয়া দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের পাঁচজন জয়িতার মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ নির্বাচিত হয়ে সংবর্ধিত হয়েছেন। জেলা প্রশাসকের কার্যালয়ে তার হাতে ক্রেষ্ট তুলে দেন নারায়াণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিন।

আলেয়া বেগম মুক্তিযোদ্ধ জামালউদ্দিন মন্টু ও মাহেলা বেগম এর মেয়ে। তিনি সমাজ ও নারী উন্নয়ণ, নারীদের স্বাবলম্বী করা সহ নারী অধিকার আদায়ে অসামান্য অবদান রেখে চলেছেন। আলেয়া আক্তার সোনারগাঁও জি আর স্কুল এন্ডকেলেজের পরিচালনা কমিটির সদস্য। তার স্বীকৃতি ও সম্মাননা পেলেন আজ।

এ ব্যাপারে আলেয়া বেগম বলেন, এ পুরস্কার আমাকে দেশের প্রতি আরো বেশী কাজ করার উৎসাহ যোগাবে। বাবা যুদ্ধ করেছেন দেশকে স্বাধীন করার জন্য আমরা যুদ্ধ করছি প্রধানমন্ত্রীর ঘোষিত ক্ষুধা, দারিদ্র ও দূর্নীতিমুক্ত স্বাবলম্বী দেশ গড়ার জন্য।